ফাইনান্স

Highest FD Interest Rates: ফিক্সড ডিপোজিটে ৯% সুদ দিচ্ছে এই দুটি ব্যাংক! ঝটপট জেনে নিন বিস্তারিত

বিশেষ দুটি ব্যাংক রয়েছে যারা ফিক্সড ডিপোজিটের (FD) ওপরে প্রায় ৯ শতাংশ হারে সুদ দিচ্ছে।

Advertisements

Highest FD Interest Rates: গ্রাহকরা বরাবরই নিজেদের অর্থ সঞ্চিত রাখার জন্য উচ্চ সুদের হারযুক্ত স্কিমকেই বেছে নেয় । এক্ষেত্রে বরাবরই পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), ফিক্সড ডিপোজিট (FD), সুকন্যা সমৃদ্ধি যোজনা এই জাতীয় অনেক প্রকল্প রয়েছে। যেখানে লাভজনক টাকা রিটার্ন হিসেবে পাওয়া যায়। যেখানে সুদের হার বেশি, সেখানেই গ্রাহকরা অর্থ জমা রাখে। এক্ষেত্রে বিশেষ দুটি ব্যাংক রয়েছে যারা ফিক্সড ডিপোজিটের (FD) ওপরে প্রায় ৯ শতাংশ হারে সুদ দিচ্ছে। এই স্বল্প আর্থিক ব্যাংকের নাম অনেকেই জানেনা, তাহলে আর দেরি না করে জেনে নিন বিস্তারিত।

These Two Banks Offer 9% Returns on FD

  • ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক (Unity Small Finance Bank)

FD

Advertisements

ফিক্সড ডিপোজিটে প্রায় ৯ শতাংশ রিটার্ন দেবে এমন ব্যাংকের তালিকায় প্রথমেই রয়েছে ইউনিটি স্মল ফাইন্যান্স। যেখানে প্রায় ৪.৫% থেকে ৯% পর্যন্ত সুদ পাওয়া যাবে। ৯.৫% বার্ষিক সুদ পাবে প্রবীন নাগরিকরা। শুধু তাই নয় খুচরা বিনিয়োগকারিরাও ৯% পর্যন্ত সুদ পেতে পারে। প্রবীণ নাগরিকরা মাত্র ৭ দিনের সঞ্চয়ে ৪.৫% থেকে ৯.৫% পর্যন্ত সুদ পাবে।

১০০১ দিনে ৯ শতাংশ (সাধারণ গ্রাহক)
১০০১ দিনে ৯.৫০ শতাংশ (প্রবীণ নাগরিক)।

Advertisements

ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের কথা ভাবছেন? তার আগে অবশ্যই জেনে নিন এই ছটি সমস্যার কথা

  • সূর্যোদয়ের স্মল ফাইন্যান্স ব্যাংক
    (Suryoday Small Finance Bank)

FD

উচ্চ হারে সুদ দেওয়া ব্যাংকের তালিকায় দ্বিতীয় ভাগে রয়েছে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক। এই ব্যাংকও মাত্র ৭ দিন থেকে ১০ বছরের ফিক্স ডিপোজিটের ওপরে প্রায় ৪ %থেকে ৯.১% পর্যন্ত সুদ দেয়। এক্ষেত্রে ওই একই সময়ে সুদের পরিমাণ ৪.৫% থেকে ৯.৬% পায় প্রবীণ নাগরিকরা। এমনকি গ্রাহকরা মাত্র ৫ বছরের বিনিয়োগেই ৯.১০ শতাংশ করে সুদ পেয়ে যাবে। প্রবীণ নাগরিকরা পাবে ৯.৬০ শতাংশ সুদ।

৫ বছরে ৯.১০% (সাধারণ গ্রাহক)
৫ বছরে ৯.৬০% (প্রবীন নাগরিক)

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles