অফবিট

Government Jobs: ভারতের সর্বোচ্চ বেতনের সরকারি চাকরি কোনটি? জেনে নিন সেরা ১০টির খোঁজ

দেশের সেরা দশটি সরকারি চাকরি কোনটি, যেখানে বেতন প্রদান করা হয়।

Advertisements

Government Jobs: সরকারি চাকরি অপেক্ষায় দিনের পর দিন প্রস্তুতি নিয়ে থাকে চাকরি প্রার্থীরা। বরাবরই অধিক সুযোগ-সুবিধা দেওয়া হয় ভারতের সরকারি চাকরিগুলিতে। এছাড়া অর্থের পরিমাণও থাকে বেশ ভালো। তবে অনেকেই জানেন না, দেশের সেরা দশটি সরকারি চাকরি কোনটি, যেখানে বেতন প্রদান করা হয়। তাহলে আর দেরি না করে দেখে নিন, সেই বিশেষ ১০ টি সরকারি চাকরি।

Highest Paid Government Jobs in India

Government job

Advertisements

Indian Administrative Service Officer

সরকারি চাকরির তালিকায় সর্বাগ্রে রয়েছে আইএএস অফিসার । এদের চাকরি যে রকম সম্মানীয়, সেরকমই বেতনও বেশ আকর্ষণীয়। একজন আইএএস অফিসার চাকরির শুরুতে বেতন পান ৫৬,১০০ টাকা। ৮ বছর পরে তার বেতন হয় ১,৩১,২৪৯ টাকা। তার সর্বোচ্চ বেতন হতে পারে ২,৫০,০০০ লাখ টাকা পর্যন্ত।

Advertisements

Indian Forest Service

ভারতের সরকারি চাকরির তালিকায় দ্বিতীয় ভাগে রয়েছে বনবিভাগ দপ্তর। বন বিভাগ দপ্তরে চাকরি পেতে গেলেই ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এই চাকরিতে বছরে উপার্জন করা যায় ৫৬,১০০ টাকা।

Government job

Indian Police Service Officer (IPS)

অত্যন্ত দায়িত্বের চাকরি হল এই আইপিএস অফিসারের চাকরি। ঠিক যেরকম নিয়ম মেনে কাজ করতে হয়, সেরকম ভাবেই আকর্ষণীয় বেতনও রয়েছে। একজন আইপিএস অফিসার শুরুতে বেতন পান ৫৬,১০০ টাকা। ৮ বছর পরে তার বেতন হয় ১,৩১ হাজার ১০০ টাকা। সর্বোচ্চ বেতন হতে পারে ২,২৫,০০০
টাকা।

RBI Grade B

ব্যাংকে চাকরির ক্ষেত্রে সর্বোচ্চ বেশি বেতন পায় আরবিআই ‘খ’ বিভাগের অফিসার। তার পে স্কেল থাকে ৫২,২০০ টাকা। এর সাথে যুক্ত হয় এফিসিয়েন্সি বার ও প্রতি বছর বাড়তে থাকে মাইনে। যার ফলে ১৬ বছরে গিয়ে তার মোট বেতন দাঁড়ায় ৯৯,৭৫০ টাকা।

Government job

Defence Officer

ভারতে সেনা বিভাগ, নৌ বিভাগ, বায়ু সেনা এইসব জায়গায় যারা কাজ করেন তাদের যেমন জীবনের ঝুঁকি রয়েছে; সেরকম ভাবে অর্থের পরিমাণও বেশ উচ্চ। শুরুর সময়ে একজন ডিফেন্স অফিসারের বেতন হতে পারে ৫৬,১০০ টাকা। সর্বোচ্চ মাইনে হয় ২,৫০,০০০ টাকা।

Government job

Scientist or Engineer of DRDO

ডিফেন্স রিসার্চ ও ডেভেলপমেন্টে একজন বৈজ্ঞানিক বা ইঞ্জিনিয়ারের মাইনে শুরু হতে পারে প্রায় ৫০ হাজার টাকা দিয়ে। যা পৌঁছাতে পারে প্রায় লাখ টাকায়।

Judges of High Court and Supreme Court

সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারকের দায়িত্ব যেমন বেশ ভালো থাকে, তাদের মাইনেও বেশ উচ্চ পর্যায়ের থেকে থাকে। এদের মাইনে শুরু হয় ১ লাখ টাকা থেকে ২,৫০,০০০ টাকা পর্যন্ত হতে পারে প্রতি মাসে।

Public Sector Undertakings

ভারতে এই জাতীয় নানান সংস্থা রয়েছে যেমন ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন আরো অনেক কিছুই। এই জাতীয় চাকরিতে মাইনেও বেশ ভালো হয়ে থাকে।

সরকারি চাকরির পরীক্ষায় বসতে চাইছেন? সাফল্য চাইলে আজ থেকেই মেনে চলুন এই টিপসগুলি

Government job

Professor

যারা বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষাকতার কাজ করেন তাদের মাইনেও বেশ আকর্ষণীয় হয়ে থাকে। যেমন যারা AIIMS জাতীয় ইনস্টিটিউটে পড়ায়, তাদের মাইনে প্রায় লাখ খানেক টাকার কাছাকাছি হয়ে থাকে।

Public Sector Bank Executive

যেসব এক্সিকিউটিভরা অনেক উচ্চ পর্যায় থাকে তাদের অভিজ্ঞতাও বেশ ভালো হয়। তাদের মাইনে শুরু হয় ৫০,০০০ টাকা থেকে, যা প্রতি মাসে লাখ টাকাতেও পৌঁছাতে পারে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles