Indian Actor: জানেন ভারতের কোন অভিনেতা সবচেয়ে বেশি পারিশ্রমিক পান? অঙ্কটা শুনলেই বনবন করে ঘুরবে মাথা

Indian Actor: 2022 সালটা মোটেই ভালো যায়নি বলিউডের (Bollywood)। তবে বক্স অফিসে ব্যাপক সফলতা পেয়েছে দক্ষিণী সিনেমা। বর্তমান পরিস্থিতিতে দক্ষিণী সিনেমাকে টেক্কা দিতে কার্যত কাল ঘাম ছুটছে হলিউডের। বলা বাহুল্য, আন্তর্জাতিক ছবিকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে কলিউড। দক্ষিণী সুপারস্টারদের কাঁধে ভর করে কোটি কোটি টাকা ব্যবসা করছে সাউথ ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রি। তবে জানেন কি ভারতের কোন অভিনেতা (Indian actor) সবচেয়ে বেশি পারিশ্রমিক পান? জেনে নেওয়া যাক বিস্তারিত।
Highest Paid Indian Actor:
শাহরুখ খান (Shah Rukh Khan):
বলিউডে যে কয়েকজন অভিনেতা রয়েছেন তাদের মধ্যে অন্যতম শাহরুখ খান। তবে ছবিতে অভিনয় করার জন্য পারিশ্রমিক নেন না এই অভিনেতা বরং ছবির লভ্যাংশের বিনিময়ে চুক্তি স্বাক্ষর করেন তিনি।
সালমান খান (Salman Khan):
শাহরুখ খানের দেখানো পথেই হেঁটেছেন সালমান খান। তিনিও পারিশ্রমিক নেননা।
অক্ষয় কুমার (Akshay Kumar):
বলিউড জগতের আর এক সুপারস্টার অক্ষয় কুমার। সূত্রের খবর, একটি ছবিতে কাজ করার জন্য 135 কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি।
অল্লু অর্জুন (Allu Arjun):
‘পুষ্পা’ ছবিতে অভিনয় করার পরই নিজের পারিশ্রমিক অনেকটাই বাড়িয়ে নিয়েছেন দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন। এই ছবির জন্য 35 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি।
প্রভাস (Prabhas):
টলিউডের পাশাপাশি বলিউডেও ছবি করে ফেলেছেন প্রভাস। তবে ‘বাহুবলি’ ছবি মুক্তি পাওয়ার পরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান তিনি। সূত্রের খবর, বর্তমানে এই অভিনেতা একটি ছবিতে কাজ করার জন্য পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন 100 কোটি টাকা।
শাহরুখ বা সালমান কিংবা অক্ষয় নয়, সবচেয়ে বেশি হিট ছবি উপহার দিয়েছেন এই অভিনেতা! জানতেন?
যশ (Yash):
‘কেজিএফ’ ছবিতে অভিনয় করেই হাজারো ভক্তের মনে পাকাপাকিভাবে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন দক্ষিণী সুপারস্টার যশ। সূত্রের খবর, বর্তমানে তিনি পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন 30 কোটি টাকা।
রজনীকান্ত (Rajnikant):
কেবলমাত্র দক্ষিণ ভারতে নয় বলিউড দুনিয়াতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন রজনীকান্ত। সূত্রের খবর, ছবি পিছু 100 কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি