বিনোদন দুনিয়া

Highest Paid Instragram Celeb: শাহরুখ কিংবা অমিতাভ নন, এই ভারতীয় ইনস্টাগ্রাম থেকে আয় করেন সবচেয়ে বেশি টাকা! জানেন কে সে?

বর্তমানে প্রিয় তারকাকে নিয়ে জানার একটি বড় মাধ্যম হয়ে উঠেছে ইনস্টাগ্রাম।

Advertisements

Highest Paid Instragram Celeb : প্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানান রকম প্রশ্ন থাকে ভক্তদের মনে। তারা কোথায় যাচ্ছেন, কি করছেন সবটাই জানতে মুখিয়ে থাকেন ভক্তরা। আর অনুরাগীদের মনের ইচ্ছা পূরণ করতেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ব্যক্তিগত জীবন নিয়ে নানান কাহিনী তুলে ধরেন সেলেবরা। বর্তমানে প্রিয় তারকাকে নিয়ে জানার একটি বড় মাধ্যম হয়ে উঠেছে ইনস্টাগ্রাম। ভক্তদের সংখ্যার উপর নির্ভর করেই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে মোটা অংকের টাকা আয় করেন তারকারা।

আসলে ইনস্টাগ্রামে বিভিন্ন সংস্থার হয়ে প্রচার চালাতে দেখা যায় তারকাদের। এছাড়াও এক একটি ভিডিও কিংবা ফটো পোস্ট করে কোটি টাকা আয় করেন তারকারা। ইনস্টাগ্রাম থেকে সবচেয়ে বেশি আয় করেন কোন ভারতীয় তারকা (Highest Paid Instragram Celeb)? নামটা শুনলেই চোখ উঠবে কপালে। তিনি কিন্তু বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) কিংবা বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan) নন। বলা ভালো, অভিনয় জগতের সঙ্গে যুক্তই নন তিনি।

Advertisements

Highest Paid Instragram Celeb

Highest Paid Instragram Celeb

ইনস্টাগ্রাম থেকে সবচেয়ে বেশি আয় করা ভারতীয়দের মধ্যে একেবারেই শীর্ষে রয়েছে বিরাট কোহলির (Virat Kohli) নাম। তাঁর অনুরাগীর সংখ্যা প্রায় 25 কোটি। আর সে কারণেই বহু বিজ্ঞাপনের সংস্থা বেছে নেন তাঁকে। সূত্রের খবর, ইনস্টাগ্রাম এর একটি পোস্ট থেকে প্রায় 9 কোটি টাকা আয় করেন ভারতীয় এই ক্রিকেটার।

Advertisements

৫০০ সাবস্ক্রাইবার থাকলেই হবে টাকা ইনকাম, বড় ঘোষণা করলো YouTube

Highest Paid Instragram Celeb

বর্তমানে মোট 18 টিরও বেশি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন বিরাট। বিভিন্ন তথ্য সূত্রে খবর, ভারতের ক্রিকেট দুনিয়ার এই প্রাক্তন অধিনায়ক গোটা বিশ্বের মধ্যে অন্যতম রোজগেড়ে ক্রীড়াবিদ। সূত্রের খবর, এক একটি ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য বার্ষিক 10 কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ 1,050 কোটি টাকা।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles