খবর

বেগুনি পেপার দিয়েই কেনো প্যাক করা হয় Cadbury ? চলুন জেনে নি ইতিহাস

Cadbury চকলেট কেনো শুধুমাত্র বেগুনি রঙের পেপার দিয়েই মোড়ানো থাকে? অনেকেই হয়তো জানেন না এর পেছনের ইতিহাস

Advertisement
Advertisements

Cadbury : চকলেট খেতে ভালোবাসেন না এমন মানুষ হয়তো খুব কমই আছেন। ৮ থেকে ৮০ সকলেই চকোলেটের প্রতি আসক্ত। সে ১ টাকার চকলেট হোক কিংবা ১০০ টাকার সেলিব্রেশন প্যাক, আমাদের কাছে চকলেট সব সময় জনপ্রিয়। বিশেষ করে ছোট বাচ্চাদের কাছে এর জুড়ি মেলা ভার। তাছাড়া যে কোন উৎসব অনুষ্ঠানে একটি মাত্র চকলেট দিয়েই মন জয় করা যায় অনেকের।

Cadbury

যেকোনো সুখবর এ মিষ্টিমুখ করা আমাদের সকলেরই অভ্যাস তবে হাতের কাছে মিষ্টি না থাকলে চকলেট দিয়েই কাজ সারেন অনেকে। তাছাড়া সুস্বাদু এই খাবারের রয়েছে স্বাস্থ্যকর কিছু গুণ যেমন ডার্ক চকলেট আমাদের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখে। পাশাপাশি অনিদ্রা এবং রক্ত চলাচলেও প্রভাব ফেলে চকলেট । আর আমাদের আশেপাশে যে সমস্ত চকলেট পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো ‘ক্যাডবেরি’ (Cadbury)।

চলুন জেনে নি Cadbury -এর ইতিহাস :

Cadbury

Cadbury চকলেট কেনো শুধুমাত্র বেগুনি রঙের পেপার দিয়েই মোড়ানো থাকে? অনেকেই হয়তো জানেন না এর পেছনের ইতিহাস। তাহলে বলি, ১৮৫৪ সালে তৎকালীন ইংল্যান্ডের রাজা Royal Warrant সংস্থাকে চকলেট তৈরির বরাদ দিয়েছিলো। তখন থেকেই পথ চলা শুরু এই সংস্থার। পরে অবশ্য ১৯২০ সালে সংস্থা আত্মপ্রকাশ করে ‘ডেয়ারি মিল্ক’ (Dairy Milk) নামে।

Cadbury এর প্যাকেজিং বেগুনি হওয়ার কারণ :

Cadbury

১৯১৪ সাল নাগাদ রাণী ভিক্টোরিয়াকে শ্রদ্ধা জানাতেই সংস্থা প্রথম ব্যবহার করেছিল বেগুনি এবং সোনালী কাগজের মোড়ক। যদিও পরে অন্য এক জনপ্রিয় চকলেট প্রস্তুতকারক সংস্থা নেসলে তাতে আপত্তি জানিয়ে মামলা করে। কিন্তু ২০১২ সালে মামলার রায় যায় ডেয়ারি মিল্কের দিকেই। কোর্টের পর্যবেক্ষণ জানায়, ‘মানুষ ক্যাডবেরিকে বেগুনি রঙের মোড়কেই দেখতে চাই। তাই এতে কোনো আপত্তি চলে না’।

এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে

Related Articles