Beauty Tips : ত্বক হবে মাখনের মত তুলতুলে, দামী ক্রিমের ব্যবহার বন্ধ করে মেনে চলুন এই ৮ টি ঘরোয়া টোটকা

Beauty tips : মহিলারা নিজেদের ত্বককে যেন একটু বেশি ভালোবাসে! তাইতো ত্বকের জন্য বাড়তি যত্ন তুলে রাখে তারা। সবার ত্বক একরকম হয় না। বিশেষ যত্নের দ্বারা তাকে সুন্দর করে নিতে হয়। নিজের মতন করে তবে ঘরোয়া উপায় মেনে কিভাবে তা সম্ভব হবে, সেই উপায়ই আজকের প্রতিবেদনে আপনি পেয়ে যাবেন (Beauty tips) । ঝকঝকে নরম তুলতুলে ত্বক পাওয়ার জন্য, এই বিশেষ মাস্কগুলি ব্যবহার করুন।
Beauty Tips For Flawless Skin :
কাঁচা দুধ
কাঁচা দুধ ত্বকের জন্য ভীষণই ভালো। কাঁচা দুধে থাকে ল্যাকটিক এসিড, যা ত্বককে কোমল করে তোলে এবং আলাদাই জেল্লা দেয়। এছাড়া কাঁচা দুধ মাইল্ড এক্সফোলিয়েটরের কাজ করে, যার ফলে মুখ থেকে মৃত কোষ দূরে সরে যায়। কেউ চাইলে কাঁচা দুধ মুখে লাগাতে পারে। তা না হলে স্নানের জলের সাথে দু কাপ দুধ মিশিয়েও স্নান করতে পারে।
অ্যালোভেরা জেল
বহু প্রাচীনকাল থেকেই অ্যালোভেরা মাখার চল রয়েছে। এখন তো বিভিন্ন ত্বক চর্চার উপাদানেও এটি যুক্ত করা হয়। অ্যালোভেরায় আছে ভিটামিন, এনজাইম এবং মিনারেল সাথে স্যালিসাইলিক এসিড ও অ্যামিনো এসিড। অ্যালোভেরা জেল ত্বকের আদ্রতা ধরে রাখে এবং ত্বককে মসৃণ করে তোলে। অ্যালোভেরা বিভিন্নভাবে ব্যবহার করা যায়।
অ্যাভোকাডো
অ্যাভোকাডো নামক ফলটি ত্বকের জন্য খুবই ঊপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। কেউ চাইলে খাবারের তালিকাতেও যুক্ত করতে পারে এটি। এর পাশাপাশি অ্যাভোকাডো দিয়ে মাস্ক বানিয়েও ত্বকে লাগাতে পারে। এতে ত্বক নরম হয় এবং আর্দ্রতা বজায় থাকে।
শসা ও টক দইয়ের মাস্ক
শশা এবং টক এই দুটোই ত্বকের জন্য খুব উপকারী। টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড, যা ত্বকের যাবতীয় দাগ দূরে সরিয়ে দেবে। এছাড়া ত্বকের আর্দ্রতা বজায় রাখে । এর পাশাপাশি ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে শশা। যার ফলে এই দুটির মিশ্রণ ত্বকে বেশ ভালই কাজে দেবে। এর জন্য টক দইয়ের সাথে শশার পেস্ট মিশিয়ে, সেই মিশ্রণটি ১০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এরপরে মুখ ধুয়ে ফেলুন। পরিবর্তন লক্ষ্য করবেন নিজের চোখে।