Google Map : গুগল ম্যাপ থেকে কীভাবে সরাবেন বাড়ির ছবি ও গাড়ির প্লেট নম্বর? জেনে নিন সহজ পদ্ধতি
কারোর বাড়ির অ্যাড্রেস হোক কিংবা ঘুরতে যাওয়ার লোকেশান। সবটাই খুব সহজেই পাওয়া যায় গুগল ম্যাপে

Google Map : স্মার্টফোনের জামানায় সবকিছুই যেন হাতের মুঠোয়। একটা সময় অজানা কোন জায়গায় যেতে হলে অন্য কারোর সাহায্য নিতে হতো আমাদের। তবে বর্তমানে গুগল ম্যাপেই (Google Map) পাওয়া যায় সব কিছু। ফলে পড়তে হয় না সমস্যায়। কারোর বাড়ির অ্যাড্রেস হোক কিংবা ঘুরতে যাওয়ার লোকেশান। সবটাই খুব সহজেই পাওয়া যায় গুগল ম্যাপে (Google Map)। তবে স্মার্টফোনের ব্যবহারে যেমন সুবিধা রয়েছে তেমন রয়েছে বেশ কিছু অসুবিধাও।
How to remove house photos from google map
আসলে গুগল ম্যাপে আমাদের বাড়ির অ্যাড্রেস থাকার কারণে অনেক সময় পড়তে হয় নানান সমস্যায়। মাঝেমধ্যেই এটি হয়ে ওঠে বিরক্তির সবচেয়ে বড় কারণ। গুগল ম্যাপে সার্চ করলেই দেখা যায় বাড়ির লোকেশন, আশেপাশের দোকান কিংবা গাড়ির পার্কিং লট। এক কথায় বলতে গেলে, বাস্তব জীবনের সবকিছুই সহজেই দেখা যায় গুগল ম্যাপে। আর এতেই দিনের পর দিন বাড়ছে গুপ্তচরবৃত্তির বিপদ। সোশ্যাল মিডিয়া কিংবা ইন্টারনেটকে সাধু ব্যক্তিরা সঠিকভাবে কাজে লাগালেও অসাধু ব্যক্তিরা কিন্তু এই ইন্টারনেট ব্যবহার করেই করছেন নানান ভুল কাজকর্ম।
তবে সাধারণ মানুষ যাতে কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন না হয় সে কারণেই বেশ কিছু নিয়মকানুন তৈরি করেছে গুগল। আর এই গুগল ব্যবহার করে এবার খুব সহজেই বাড়ির অ্যাড্রেস করা যাবে গোপন। কীভাবে? জেনে নেওয়া যাক বিস্তারিত। তার আগে অবশ্য জেনে নিতে হবে গুগলের বেশ কিছু নিয়ম।
গুগলের নীতি:
গুগলের অফিসিয়াল পেজে বলা আছে, কোন ব্যক্তি যদি নিজের বাড়ির অ্যাড্রেস কিংবা রাস্তার ছবি গুগলে আপলোড করতে চান তাহলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। সরাসরি বাড়ির ছবি না তুলে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলতে হবে ছবি। এবং সেই ছবি যদি গুগল ম্যাপে আপলোড করা হয় তাহলে তা অনেকটাই ঝাপসা হবে। ফলে হবেনা সমস্যা।
আসলে গুগল ম্যাপ কারোর পার্সোনাল প্রপারটি নয়। আর তাই সাধারণ মানুষকে নানান রকম সুবিধা দিয়ে থাকে এটি। গাড়ির নম্বর থেকে শুরু করে বাড়ির ঠিকানা সবকিছুই রাখা যাবে ব্যক্তিগত। খুব সহজেই সেই সমস্ত ছবিকে করা যাবে ঝাপসা। তবে মাথায় রাখতে হবে, একবার কোনো ছবি ঝাপসা করা হলে পরবর্তীতে কিন্তু সেই ছবি আর ক্লিয়ার করা যাবে না।
কীভাবে বাড়ির ফটো ঝাপসা করবেন?
- এর জন্য প্রথমেই google ক্রম বা অন্য যে কোন ব্রাউজারে গিয়ে খুলতে হবে maps.Google.com ওয়েবসাইট।
- এরপর করতে হবে লগইন। যে ছবিটি আপনি ব্লার করতে চাইছেন সেটা এখানে আপলোড করতে হবে।
- এরপর ট্যাগের I বোতামে ক্লিক করতে হবে।
- গাড়ির নম্বর কিংবা বাড়ির ছবি যা কিছু ব্লার করতে চান এবং কেন করতে চান সেই কারণ তুলে ধরতে হবে। সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার মাত্র কিছুক্ষণের মধ্যেই ফটোটি হয়ে যাবে ব্লার।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি