টেকনোলজি

Telegram: ফোন নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে টেলিগ্রাম! জানুন পদ্ধতি

যদি প্রশ্ন করা হয় হোয়াটসঅ্যাপের বিকল্প কোনটি? অনেকেই অবশ্য উত্তর দেবেন টেলিগ্রাম

Advertisements

Telegram: বর্তমান সময়ে জনপ্রিয়তা বেড়েছে সোশ্যাল মিডিয়ার (Social Media)। 8 থেকে 80 প্রায় সকলেই অবসর কাটানোর মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন এই সোশ্যাল মিডিয়াকে। আবার অনেকেই সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে তুলে ধরছেন নিজের প্রতিভা। সবচেয়ে বেশি চল রয়েছে ফেসবুক, এবং হোয়াটসঅ্যাপের। তবে যদি প্রশ্ন করা হয় হোয়াটসঅ্যাপের বিকল্প কোনটি? অনেকেই অবশ্য উত্তর দেবেন টেলিগ্রাম (Telegram)। আসলে এটি মাল্টিমিডিয়া তথা ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হলেও এতে তুলনামূলকভাবে রয়েছে অনেক বেশি ফিচারস।

How to use Telegram without phone number

Telegram

Advertisements

বর্তমানে প্রায় বেশিরভাগ মানুষের কাছেই টেলিগ্রাম (Telegram) ভিন্ন নামে পরিচিতি পেয়েছে। এই প্লাটফর্মটিকে ব্যবহার করে বন্ধু কিংবা প্রিয় মানুষদের কেউ মেসেজ করেন না বরং প্রমোশনাল অফার এবং কপিরাইট যুক্ত সিনেমার ফ্রি অ্যাকসেস পেতে ব্যবহার করেন এই অ্যাপটিকে। তবে প্রয়োজন যাই হোক না কেন টেলিগ্রাম ব্যবহার করতে হলে আর সাধারণ পাঁচটা প্লাটফর্মের মতোই প্রয়োজন পরে মোবাইল নম্বর।

Telegram

Advertisements

ইনস্টাগ্রাম কিম্বা হোয়াটসঅ্যাপের মতোই টেলিগ্রামে (Telegram) লগইন করার জন্য প্রয়োজন পড়ে ফোন নম্বর। আর এতেই মাঝেমধ্যে সমস্যায় পড়তে হয় ইউজারদের। আসলে মোবাইল নম্বর দিয়ে লগইন করলেই স্প্যাম কল কিংবা মেসেজের মতো সমস্যার মুখে পড়েন সাধারণ মানুষ। তবে এবার থেকে ফোন নম্বর ছাড়াই খোলা যাবে টেলিগ্রাম এ অ্যাকাউন্ট। কীভাবে? রইল বিস্তারিত।

শুধু ইউটিউব ফেসবুক নয়, টেলিগ্রাম থেকেও রয়েছে দেদার আয়ের সুযোগ, জেনে নিন উপায়

Telegram

যদি কোন ইউজার নিজের নম্বর ছাড়া টেলিগ্রাম (Telegram) প্ল্যাটফর্ম ব্যবহার করতে চান তাহলে তাকে প্রথমে ডিসেন্ট্রিলাইজড প্ল্যাটফর্ম ফ্র্যাগমেন্ট থেকে ব্লকচেইন ভিত্তিক বেনামী নম্বর জোগাড় করতে হবে। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ নিজেই এই সাইটটি প্রস্তুত করেছেন যেখানে কেবলমাত্র টেলিগ্রামের জন্যই আলাদা করে ইউজার নেম এবং মোবাইল নম্বর বিক্রি করা হয়। একবার একটি নকল নম্বরের অ্যাক্সেস পেয়ে গেলেই টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে নির্দিষ্ট জায়গায় ব্যবহার করতে হবে সেই নম্বর। এরপর টেলিগ্রাম নিজেই যাচাই করে নেবে ওটিপি। একবার ভেরিফিকেশন হয়ে গেলেই নিজের নম্বর কিংবা সিম কার্ড ছাড়াই টেলিগ্রাম ব্যবহার করতে পারবেন ইউজাররা।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles