Hyundai Exter Suv: টাটা পাঞ্চকে টেক্কা দিতে Hyundai ভারতীয় বাজারে আনলো মাইক্রো SUV Exter, মূল্য মাত্র ৫.৯৯ লাখ
এই গাড়িটিতে অত্যাধুনিক ফিচার রয়েছে। এই হুন্ডাই এক্সটার এসইউভি এবার টেক্কা দিতে পারে টাটা পাঞ্চের মতো গাড়ির সাথেও।

ভারতীয় বাজারে অতি স্বল্পদামে লঞ্চ করলো Hyundai Exter Suv। মাইক্রো এইভি নিয়ে এলো হুন্ডাই। অত্যন্ত কম দামে ছোট Suv বলে আখ্যা দেওয়া হলেও, এই গাড়িটিতে অত্যাধুনিক ফিচার রয়েছে। এই হুন্ডাই এক্সটার এসইউভি এবার টেক্কা দিতে পারে টাটা পাঞ্চের মতো গাড়ির সাথেও। তাহলে আর দেরি না করে দেখে নিন এই গাড়ির যাবতীয় তথ্য।
Hyundai Exter Suv: Designing
সদ্য ভারতীয় বাজারে লঞ্চ করা এই গাড়িটি ভিতরের ডিজাইনটি করা হয়েছে Aura-এর মতো। ড্যাশবোর্ডও থাকবে একই গঠনের। এর সাথে রাখা হয়েছে ৮ ইঞ্চি টাচ স্ক্রিন। আই ২০-র মতো একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার যোগ করা হয়েছে। এর দৈর্ঘ্য থাকবে ৩৮১৫ মিমি এবং হুইলবেস ২৪৫০ মিমি। এই গাড়িটি মোট ছটি রং এবং তিনটি ডুয়াল টোনে ওপর রাখা হয়েছে। এছাড়াও রয়েছে হুইল ও স্কিড প্লেট। লাইসেন্স প্যাটার্ন থাকবে হেড ল্যাম্প ও টেবিল ল্যাম্প থাকবে।
Hyundai Exter Suv: Specifications
এই গাড়িতে থাকতে চলেছে ভয়েস কম্যান্ড এবং একক প্যানের সানরুফ। এর আগে কোনরকম এসইউভি গাড়িতে এই ধরনের ফিচার পাওয়া যায়নি। এছাড়া এই গাড়িতে থাকবে ওটিএ আপডেট, ৬টি এয়ারব্যাগ, অ্যাপেল কার প্লে, ফুটওয়েল লাইটিং, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল।
Hyundai Exter Suv:Price
এই গাড়িটির বর্তমান বাজার মূল্য থাকবে ৫.৯৯ লক্ষ টাকা। তবে এই গাড়ির টপ ভেরিয়েন্টের দাম শুরু হবে ৯.৩ লক্ষ টাকায়। এ ছাড়া সিএনজির দাম হবে ৮.২ লক্ষ টাকা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি