ট্রেন্ডিং

Interview Questions: এমন কোন জিনিস যা একজন মহিলা তার স্বামীকে দিতে পারেন না তবে নিতে পারেন? উত্তর দিতে পারলেই আপনি জিনিয়াস

দেশের অন্যতম কঠিন পরীক্ষাগুলির মধ্যে ইউপিএসসি (UPSC) হলো অন্যতম।

Advertisements

Interview Questions: দেশের অন্যতম কঠিন পরীক্ষাগুলির মধ্যে ইউপিএসসি (UPSC) হলো অন্যতম। হাজারো পড়ুয়া রোজ স্বপ্ন দেখে আইএএস পদে নিযুক্ত হয়ে, বড় অফিসার হওয়ার কিন্তু কারোর স্বপ্ন সফল হয় আবার কারোর তা অধরাই থেকে যায়! দীর্ঘ অনুশীলনের পরেও ইন্টারভিউ পর্বে গিয়ে অনেকেই বাদ পড়েন। এই কারণেই আগে থেকে ইন্টারভিউর বিশেষ কিছু প্রশ্ন-উত্তর জেনে রাখা আবশ্যক। আজকের প্রতিবেদনে রইল সেরকমই কিছু প্রশ্নের উত্তর।

UPSC Interview Questions

Interview Questions

Advertisements

প্রশ্ন: কোন জিনিস ছাড়া মানুষকে চেনা অসম্ভব?

উত্তর: নাম।

Advertisements

প্রশ্ন: অল্প বয়সে চুল সাদা হয়ে যাওয়ার কারণ কী?

উত্তর: ভিটামিন বি ১২-এর অভাবে।

Interview Questions: এমন কোন জিনিস যা একজন মহিলা তার স্বামীকে দিতে পারেন না তবে নিতে পারেন? উত্তর দিতে পারলেই আপনি জিনিয়াস

প্রশ্ন: জল দিলে কোনো জিনিস ভিজে যায় কেন?

উত্তর: এর অন্যতম কারণ হলো জলে থাকে অক্সিজেন আর অক্সিজেনে থাকে আর্দ্রতা। সেই কারণে কোনো জিনিসে জল পড়লে, আসলে তা ভিজে যাওয়ার থেকেও বেশি অনুভব করা যায়।

প্রশ্ন: এমন কোন জিনিস যা মানুষ পেতে চায় না কিন্তু পেতে হয়?

উত্তর: প্রতারণা।

প্রশ্ন: কোন ভাষার নাম যা সোজা এবং উল্টো দুইভাবে লিখলেই একই অর্থ দাঁড়ায়?

উত্তর: মালায়ালাম।

প্রশ্ন: সবথেকে ক্ষুদ্রতম দেশ কোনটি?

উত্তর: ভ্যাটিকান সিটি।

প্রশ্ন: এমন কোন জিনিস রয়েছে, যার যত কাছে যাবেন ততই অদৃশ্য হয়ে যাবে?

উত্তর: অন্ধকার।

ভাঙলো ধৈর্যের বাঁধ, মিশকাকে রামধোলাই দিল দীপা! প্রকাশ্যে ‘অনুরাগের ছোঁয়া’র দুর্ধর্ষ পর্ব

Interview Questions: এমন কোন জিনিস যা একজন মহিলা তার স্বামীকে দিতে পারেন না তবে নিতে পারেন? উত্তর দিতে পারলেই আপনি জিনিয়াস

প্রশ্ন: এমন কোন কাজ যা মানুষ মৃত্যুর পরও করতে পারে?

উত্তর: অঙ্গদান।

প্রশ্ন: এমন কোন জিনিস যা মেয়েদের স্নানের পরও ভেজে না?

উত্তর: ছায়া।

প্রশ্ন: কোন জিনিসটি একজন নারী তার স্বামীকে দিতে পারে না?

উত্তর: উপাধি

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles