Shamik Chakraborty: উচ্ছে বাবু এবং ডোডোদা অতীত! বাংলা সিরিয়ালের এই নতুন ‘হার্ট থ্রব’-এর আসল পরিচয় জানেন?
বর্তমানে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকটি এক নতুন মোড় নিয়েছে।

Shamik Chakraborty: বর্তমানে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকটি এক নতুন মোড় নিয়েছে। এই ধারাবাহিকের নিয়মিত দর্শকরা সকলেই জানেন মেঘ ও নীল প্রায় আলাদা হওয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছে। এমনকি নীল মেঘকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে। অন্যদিকে মেঘও সিদ্ধান্ত নিয়েছে যে, নীলের সঙ্গে সংসার আর করবে না সে। এই পর্যায়ে এসেও ময়ূরী অর্থাৎ তার দিদি সর্বদা চেষ্টা করছে নীলের সামনে থেকে মেঘকে চিরতরে সরিয়ে নিজে সেই জায়গা দখল করতে। ফলস্বরূপ একের পর এক ফন্দি আঁটছে সে।
Icche Putul Actor Shamik Chakraborty
অন্যদিকে গল্পে আত্মপ্রকাশ ঘটেছে এক নতুন নায়কের। যিনি আর কেউ নন অভিনেতা শমীক চক্রবর্তী (Shamik Chakraborty)। এর আগে ফেলনা, গোধূলি আলাপ ধারাবাহিকে অংশ নিয়েছেন তিনি। গল্পের নিয়মিত দর্শকরা জানেন, মেঘের ইউনিভার্সিটির ট্যালেন্ট হান্ট-শোতে এই নতুন নায়ক ওরফে জিষ্নুর সঙ্গে পরিচয় হয় মেঘের। এমনকি মেঘের সঙ্গে একই মঞ্চে গলাও মেলায় সে। যা দেখে রাগে ক্ষোভে ফেটে পড়ে হল থেকে বেরিয়ে যায় নীল। তবে গল্পে আত্মপ্রকাশের প্রথম দিন থেকেই মহিলা গল্পের মহিলা ভক্তদের মনে ঝড় তুলেছে এই নায়ক। আপাতত নায়কের বদলে গল্প হঠাৎ আগন্তুক এই ছেলে ক্রাশ হয়ে উঠেছেন সকলের।
বদলে গেল মেঘ! নতুন রূপে পুরুষ ভক্তদের ঘুম উড়াল নীলের বউ, ভাইরাল ভিডিও
Didi Number 1 Episode
কিছুদিন আগে জি বাংলার (Zee Bangla ) বিখ্যাত রিয়্যালিটি শো দিদি নম্বর ১ (Didi Number 1) এ মায়ের সঙ্গে অংশ নিয়েছিলেন অভিনেতা শমীক চক্রবর্তী। আর সেখানেই সামনে আসে শমীকের জীবনের কিছু অজানা তথ্য। দিদি নম্বর ১- এর মঞ্চে তার মা জানান, খুব ভালো রান্না করতে পারেন অভিনেতা। তবে তার কোনো বান্ধবীই নাকি এক থেকে দেড় বছরের বেশি থাকে না অন্যদিকে তার মা চায় ছেলে বিয়ে করে ঘরে বউ আনুক। আপাতত অভিনেতা শমীকের জীবনে ভালোবাসার কোনো মানুষ আসেনি এবং তার এখন একমাত্র ফোকাস অভিনয়। পাশাপাশি ভ্লগ নিয়েও এগিয়ে যেতে চায় সে। তবে পর্দায় মেঘ ও জিষ্নুর সম্পর্ক আগামী দিনে কোন দিকে মোড় নেয় তা জানতে উৎসুক সকলেই।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি