বিনোদন দুনিয়াভাইরালভিডিও

Icche Putul: নীল অতীত! আবারও নতুন করে প্রেমে পড়ল মেঘ, ভাইরাল ভিডিও

টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে না পারলে যেকোনো ধারাবাহিকের আয়ু খুব বেশিদিন হয়না।

Advertisements

Icche Putul: যত সময় এগোচ্ছে দর্শকমহলে ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকের ক্রেজ ততটাই বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে যেকোনো ধারাবাহিকের ভাগ্য নির্ধারণ করে দেয় টিআরপি তালিকা। দর্শকের পছন্দকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে না পারলে যেকোনো ধারাবাহিকের আয়ু খুব বেশিদিন হয়না। এইদিকে টিআরপি তালিকাতে খুব ভালো ফলাফল না করেও দর্শকের মনে পাকাপাকি স্থান করে নিয়েছে ইচ্ছে পুতুল ধারাবাহিকটি। ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে এই ধারাবাহিকের গল্প আবর্তিত হচ্ছে। ধারাবাহিকের প্রধান নায়িকা মেঘ আপাতত আলাদাভাবে নজর কেড়েছে সকল দর্শকের। বর্তমানে তার প্রতিবাদী চরিত্রই এই ধারাবাহিকে ইউএসপি হয়ে উঠেছে।

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকে নিয়মিত দর্শকরা সকলেই জানেন, মেঘ ও ময়ূরী দুই বোন। কিন্তু ময়ূরী সবসময়ই চায় তা ছোট বোন মেঘের ক্ষতি করতে এমনকি তার ভালোবাসার মানুষকেও তার থেকে কেড়ে নিতে চায় ময়ূরী। গল্পের নায়ক নীল মেঘ কে ভালোবেসে বিয়ে করলেও তাদের সাংসারিক জীবনে প্রথম দিন থেকে একের পর এক ঝামেলার সৃষ্টি করে ময়ূরী। মেয়েকে নিজের জীবন থেকে সরাতে একের পর এক নোংরা চক্রান্ত করে ময়ূরী। শেষ পর্যন্ত গিনির বয়ফ্রেন্ড রুকের সঙ্গে হাত মিলিয়ে মেয়েকে চরিত্রহীনার তকমা দিয়ে বাড়িছাড়া করে তারা।

মেঘ নিজে আত্মসম্মানকে বলি না দিয়ে বেরিয়ে আসে তার শ্বশুরবাড়ি থেকে। নীল মেরুদণ্ডহীন স্বামীর তকমা পেতেই গল্পে এন্ট্রি হয়েছে নয়া নায়কের। গানের প্রতিযোগিতা থেকে এই মেঘ ও জিষ্ণুর বন্ধুত্ব গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। তবে প্রথম থেকেই তাদের বন্ধুত্বকে কুনজরে দেখেছে নীল। জিষ্ণুকে নিয়ে বারংবার মেঘকে নোংরা কটাক্ষ করেছে নীল। সে কোনোভাবেই মেঘের পাশে জিষ্ণুকে সহ্য করতে পারে না। এদিকে ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে মেঘকে উচিত শিক্ষা দিতে ময়ূরীকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে নীল। মেঘের মনে মনে কষ্ট হলেও মুখে সে কিছুই প্রকাশ করে না এই বিষয়ে। তবে এখন নীলের সঙ্গে মেঘের সম্পর্ক কোন দিকে মন নেবে বা মেয়েগো যীশুর বন্ধুত্বই বা কি হবে এই নিয়ে দ্বন্দ্বে আছেন দর্শকরা।

Advertisements

ধামাকাদার প্রোমো! পরাগের বিরুদ্ধে গিয়ে শিমুলের সঙ্গে নাচে শামিল হলেন মধুবালা দেবী

Actress TItiksha Das Viral Video

এরই মাঝে প্রকাশ্যে এসছে মেঘের একটি ভিডিও। যেখানে তাকে বলিউডের বিখ্যাত হ’লে হ’লে হো যায়েগা প্যায়ার চালিয়া গানটিতে ভিডিও বানাতে দেখা দিয়েছে। তবে কি মেঘের জীবনে নতুন নায়কের আগমন! নীলকে ভুলে কাকে ধীরে ধীরে প্রেমে পড়ার ইঙ্গিত দিচ্ছেন মেঘ! ভিডিওটিতে তার পরনে রয়েছে লালপার সাদা শাড়ি, সঙ্গে গোল্ডেন জুয়েলারি। সোশ্যাল মিডিয়ার একটি অ্যাকাউন্ট থেকে মেঘের এই ভিডিও পোস্ট করতেই তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। মাঝেমধ্যেই নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে রিলস ভিডিও পোস্ট করে থাকেন মেঘ ওরফে তিতিক্ষা। এইবারও তার তেমনই একটি রিলস ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles