Icche Putul: জেঠিমনির চোখ কপালে! অষ্টমঙ্গলায় রূপের কাণ্ড দেখে অবাক গাঙ্গুলী পরিবারের সদস্যরা, প্রকাশ্যে ধুন্ধুমার পর্ব
মাত্র কয়েক মাসের মধ্যেই দর্শকদের মন জয় করেছে এই ধারাবাহিক।

Icche Putul: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হওয়া ধারাবাহিকগুলির মধ্যে ইচ্ছে পুতুল (Icche Putul) অন্যতম। মাত্র কয়েক মাসের মধ্যেই দর্শকদের মন জয় করেছে এই ধারাবাহিক। বর্তমানে গল্পে চলছে টানটান উত্তেজনা।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের নিত্য দর্শকরা সকলেই জানেন, বিয়ের পরই রূপের আসল রূপ জানতে পারে গিনি। সে যে মোটেও ভালো ছেলে না সেই কথা তার কাছে বেশ স্পষ্ট হয়ে যায়। তবে রিসেপশনের আগে মিষ্টি মিষ্টি কথা বলে গিনিকে মানিয়ে নেয় সে। গিনিও ঠিক করে বাড়ির কাউকেই কিছু জানাবে না। তখনও সে জানতো না তার জন্য কি অপেক্ষা করছে।
ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে, বৌভাতের অনুষ্ঠানে রূপ ও গিনিকে একসঙ্গে দেখে শান্তি পায় গাঙ্গুলী বাড়ির সকলে। কিন্তু তারপরেই ফুলসজ্জার ঘরে মদ্যপ অবস্থায় ঢুকে জোর জবরদস্তি করে গিনির সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চায় রূপ। গিনি তাকে বারবার বারণ করলেও সে জানিয়ে দেয় গিনি তার বিয়ে করা বউ তাই তার লাইসেন্স আছে যা ইচ্ছা করার। এইখানেই শেষ হয়না রূপের নোংরামো। সে গিনির সব গয়না নিয়ে চলে যায়। গিনি বাধা দিলে তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় সে।
নতুন টুইস্ট! এনগেজমেন্টের দিনেই সকলের সামনে ময়ূরীর পর্দা ফাঁস করল মেঘ, প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো
Icche Putul New Episode
এইসবের মাঝেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব। যেখানে দেখা যাবে অষ্টমঙ্গলায় আসায় জন্য গিনিকে ফোন করে তার মা। গিনি ফোন না ধরলে গিনির মা রূপের ফোনে ফোন করেন। রূপের ফোন শালিনী দেবী ধরলে অষ্টমঙ্গলায় গিনি ও রূপকে গাঙ্গুলী বাড়িতে পাঠাতে বলে সে। শালিনী দেবী গিনির মাকে কথা দেন যে তারা যাবে। কিন্তু রূপ জানিয়ে দেয় সে কোনোমতেই যাবে না। শেষ পর্যন্ত রূপের মা রাজি করায় তাকে। গিনি ও রূপ অষ্টমঙ্গলায় এলে তাদের বরণ করতে যায় নীলের মা। ঠিক সেই সময়ই মাতলামি শুরু করে রূপ। মদ্যপ অবস্থায় রূপকে দেখে চমকে যায় সবাই। তবে কি এইবার মীনাক্ষী দেবী নিজের ভুল বুঝতে পারবে? ময়ূরীর আসল রূপটা কি চিনতে পারবে সকলে? কোন দিকে মোড় নেবে গল্প! জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি