Icche Putul: ধামাকাদার এপিসোড! রূপের হাত থেকে গিনিকে উদ্ধার করে গাঙ্গুলী বাড়িতে ফিরিয়ে আনল মেঘ
ধারাবাহিকের প্রতি পর্বেই থাকছে টানটান উত্তেজনা যার কারণে একটি এপিসোডও মিস করতে চাইছেন না দর্শকরা।

Icche Putul: একের পর এক ধামাকাদার পর্ব নিয়ে টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’ ধারাবাহিক। ধারাবাহিকের প্রতি পর্বেই থাকছে টানটান উত্তেজনা যার কারণে একটি এপিসোডও মিস করতে চাইছেন না দর্শকরা। বর্তমানে গল্প আবর্তিত হচ্ছে গাঙ্গুলী বাড়ির কন্যা গিনির বিবাহিত জীবনকে কেন্দ্র করে।
Icche Putul Zee Bangla
নিত্য দর্শকরা সকলেই জানেন বিয়ের পরই রূপের আসল চেহারা ফাঁস হয়েছে গিনির সামনে। পরিবারের বিরুদ্ধে গিয়ে সে যে মস্ত বড় ভুল করেছে তা এখন টের পাচ্ছে গিনি। গিনির বারবার মনে হচ্ছে মেঘের বলা প্রতিটি কথা সত্যি। রুপ সত্যিই একটা লম্পট ছেলে এবং হাজারো মেয়ের সঙ্গে তার সম্পর্ক আছে। বিয়ের মাত্র দুদিনের মধ্যেই রূপের দ্বারা অত্যাচারের শিকার হচ্ছে গিনি। পাশে পাচ্ছে না শাশুড়িমাকেও কারণ সে জানিয়েই দিয়েছে রূপের ব্যাপারে সে কোনরকম কথা শুনবে না। রূপের প্রতিটি ভুল কাজকে সে সমর্থন করছে। শেষ পর্বে দেখা গিয়েছে, গিনি ও রূপকে অষ্টমঙ্গলায় পাঠানোর জন্য রূপের মায়ের কাছে আর্জি জানায় গিনির মা। শালিনী দেবী জানিয়ে দেন সে ঠিক সময়ে রূপ ও গিনিকে গাঙ্গুলী বাড়িতে পাঠিয়ে দেবে। রূপকেও গাঙ্গুলী বাড়ি যেতে রাজি করায় তার মা।
Icche Putul New Episode
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব, যেখানে দেখা যাবে গিনিকে ঘরে হাতপা বেধে ফেলে রেখে নিজের প্রেমিকার সঙ্গে সময় কাটাতে চলে গিয়েছে রূপ। গিনি কোনরকমে তার ফোনটা নিয়ে মেঘকে ফোন করে সবটা জানায়। গিনিকে বাঁচাতে স্যানাল বাড়িতে ছুটে আসে মেঘ। রূপের মা তাকে বাড়িতে ঢুকতে না দিলে এক প্রকার জোর করে এসে রূপের বাড়িতে ঢুকে গিনিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। কিন্তু কোথাও খুঁজে পায়না। শেষ পর্যন্ত সে নীলকে ফোন করে সবটা জানায়। এদিকে নীল আশীর্বাদ ছেড়ে ময়ূরীকে নিয়েই চলে আসে। রুপের বাড়িতে। শরীর খারাপের দোহাই দিয়ে ময়ূরী নীলকে রূপের বাড়ি থেকে বের করে নিয়ে যেতে চায়। মেঘ নীলকে জানায় সে যে মিথ্যা বলেনি তা আরও একবার প্রমাণিত হবে যা শুনে ভয় পেয়ে যায় ময়ূরী।
মোড় ঘোরানোর পর্ব! মেঘ ও নীলের ডিভোর্সের কাগজ ছিঁড়ে ফেলে আবারও তাদের এক করলো মীনাক্ষী দেবী
এরপরই নীল ও মেঘ ঘরের দরজা ভেঙে উদ্ধার করে গিনিকে। গিনি নীলকে সবটা জানালে গিনিকে নিয়েই গাঙ্গুলী বাড়িতে ফিরে আসে মেঘ ও নীল। এরপর গিনিকে তার মায়ের হাতে তুলে দিলে সে জানিয়ে দেয় রূপের হাত থেকে মেঘই তাকে উদ্ধার করে এনেছে। যা শুনে অবাক হন মীনাক্ষী দেবী সহ গাঙ্গুলী বাড়ির প্রত্যেকে। যিনি আরো বলেন ময়ূরীর যা বলেছিল সব কথাই মিথ্যে বরং মেঘের বলা প্রত্যেকটি কথা সত্যি। যা শুনে রেগে যায় নীলের কাকিমা। বাড়ির সকলে সামনে চলে আসে ময়ূরীর আসল রূপ। তবে কি এইবার নিজের ভুল বুঝতে পেরে ময়ূরীকে নীলের জীবন থেকে নিজেই বের করে দেবে মীনাক্ষী দেবী? কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি