বিনোদন দুনিয়া

Icche Putul: দুর্ধর্ষ এপিসোড! গিনিকে উদ্ধার করে রূপকে উচিত শিক্ষা দিল মেঘ

গল্প যেদিকে মোড় নিচ্ছে তাতে দর্শক একটি এপিসোডও মিস করতে চাইছেন না।

Advertisements

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’ ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। গল্প যেদিকে মোড় নিচ্ছে তাতে দর্শক একটি এপিসোডও মিস করতে চাইছেন না। টিআরপি তালিকাতে পাকাপাকিভাবে জায়গা করে নিতে প্রতি পর্বেই থাকছে নয়া চমক। আপাতত গল্প এগিয়ে চলেছে রূপ ও গিনির বিয়ে এবং মেঘো নীলে সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে।

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বগুলিতে দেখা গিয়েছে, বিয়ের পরই রূপের আসল রূপ বুঝতে পেরেছে গিনি। ভাত কাপড়ের অনুষ্ঠান থেকে শুরু করে রূপের রাতে বাড়ি না ফেরা সবটা দেখেই গিনি বুঝে গিয়েছে নিজের জীবনে ভুল সিদ্ধান্ত নিয়েছে সে। ফুলসজ্জার রাতেও রুপের দ্বারা শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হয়েছে গিনি। এমনকি গিনির কাছ থেকে রূপ তার যাবতীয় সোনার গয়না ছিনিয়ে নিয়েছে। রূপের এই কীর্তি দেখেও নীরব রয়েছে শালিনী দেবী। গিনি রূপের এই অসভ্য ব্যবহারের কথা তার বাবাকে জানাতে গেলে গিনির ফোন মাটিতে ফেলে ভেঙে দেয় রূপ যাতে সে কোনোভাবেই কারোর সঙ্গে যোগাযোগ করতে না পারে।

জেঠিমনির চোখ কপালে! অষ্টমঙ্গলায় রূপের কাণ্ড দেখে অবাক গাঙ্গুলী পরিবারের সদস্যরা, প্রকাশ্যে ধুন্ধুমার পর্ব

Icche Putul New Episode

Icche Putul

Advertisements

এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব যেখানে দর্শকদের জন্য রয়েছে নয়া চমক। আসন্ন পর্বে দর্শক দেখতে পাবেন, রূপ বাইরে থেকে দরজায় তালা দিয়ে মারধর করে হাত-পা বেঁধে ফেলে রেখেছে মাটিতে। কোনো রকমে নিজের ফোনটা হাতে নেয় গিনি। কিন্তু কাকে ফোন করবে বুঝে উঠতে না পেরে শেষ পর্যন্ত সে ফোন করে মেঘকে। মেঘ সান্যাল বাড়িতে ছুটে আসে গিনিকে উদ্ধার করতে। কিন্তু ঘরের দরজা সে কোনোভাবেই খুলতে না পারলে ফোন করে ডাকে নীলকে। নীল ময়ূরীকে সঙ্গে নিয়েই হাজির হয় রূপের বাড়িতে। নীল ও মেঘ একসঙ্গে দরজা ভেঙে ঘরে ঢুকে হাতপা অবস্থায় পড়ে থাকতে দেখে গিনিকে। গিনির এই অবস্থা দেখে সবটা বুঝতে পারে নীল। এরপর গিনির থেকে সবটা জানতে পেরে মেঘ রূপকে তার মায়ের সামনেই থাপ্পড় মারে। যা দেখে চমকে যান শালিনী দেবী। তবে এইবার কোন দিকে মোড় নেবে গল্প? গিনির কাছ থেকে সবটা শুনে ময়ূরীকে কি উচিত শিক্ষা দেবে নীল? কোন খাতে বইবে ধারাবাহিকের আগামী পর্বগুলি জানতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles