Icche Putul: গল্পে নতুন টুইস্ট! জেল থেকে পালিয়ে মেঘকে গুলি করল রূপ, প্রকাশ্যে ধুন্ধুমার পর্ব
ইদানিং বেশ জমজমাট হয়ে উঠেছে ধারাবাহিকের প্রতিটি পর্ব।

Icche Putul: জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অতি জনপ্রিয় ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল (Icche Putul)। মাত্র কয়েক মাসের মধ্যে দর্শকদের মনের জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। টিআরপি তালিকাতেও বেশ ভালো ফলাফল করছে এই ধারাবহিক। নায়িকা তিতিক্ষার অভিনয় আলাদা ভাবে নজর কেড়েছে দর্শকদের। ইদানিং বেশ জমজমাট হয়ে উঠেছে ধারাবাহিকের প্রতিটি পর্ব। নিয়মিত দর্শকরা সকলেই জানেন কীভাবে নিজের উপস্থিত বুদ্ধি খাটিয়ে গিনিকে উদ্ধার করেছে মেঘ। এরপর গাঙ্গুলী বাড়ির সকলের সামনে ময়ূরীর পর্দা ফাঁস করেছে মেঘ।
Icche Putul Zee Bangla
সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে ময়ূরী মেঘকে কষ্ট দেওয়ার জন্য নীলের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও দেখায়। যা দেখে কষ্ট পায় মেঘ। অন্যদিকে মেঘের প্রতি করা অন্যায়ের জন্য অনুসূচনা করেন মীনাক্ষী দেবী ও নীল। এরই মাঝে চলে আসে নীল ও মেঘের ডিভোর্সের তারিখ। মেঘ মনে মনে কষ্ট পেলেও সে ঠিকই করে নিয়েছিল নীলের জীবনে ফিরত যাবে না। ডিভোর্সের দিন সকাল থেকে নীল মেঘকে বারংবার ফোন করলেও মেঘ নীলের ফোনটা ধরে না। শেষ পর্যন্ত মধুমিতা দেবীর কথায় ফোন ধরে মেঘ। নীল তাকে বারবার তার সঙ্গে যেতে অনুরোধ জানায়।
Icche Putul New Episode
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব, যেখানে দেখা যাবে একই সঙ্গে কোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে মেঘ ও নীল। কিন্তু অর্ধেক রাস্তা যাওয়ার পরই নীল মেঘকে জানায় সে তার আসল আইডি প্রুফগুলি আনতে ভুলে গেছে। মেঘ নীলকে সেইগুলি আনতে জোর করলেও নীল সেগুলি আনতে না যাওয়ায় ডিভোর্স আটকে যায়। গাঙ্গুলী পরিবারের সকলে এতে খুব খুশি হয়। তারা ঠিক করে যেভাবে হোক তারা নীল ও মেঘকে আবার এক করবে। এর মাঝে দেখা যায় নীলদের বাড়ির পাড়ায় দুর্গা পূজার আয়োজন করা হয় এবং সেখানে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় মেঘকে। মেঘ পূজা মণ্ডপে এলে তার সঙ্গে কথা বলতে থাকে গিনি সহ সকলেই। অন্যদিকে জেল থেকে পালিয়ে এসে মেঘকে পূজোর মণ্ডপে এসে গুলি করে রূপ। গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে মেঘ।
যদিও এখনোও পর্যন্ত এমন কোনো পর্ব চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়নি। ইউটিউবের একটি পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। তবে কী সত্যি ধারাবাহিকের আগামী পর্বে মেঘকে খুন করার চেষ্টা করবে রূপ! কোন দিকে মোড় নেবে গল্প জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।
ধামাকাদার এপিসোড! নীল ও মীনাক্ষী দেবীকে উচিত শিক্ষা দিল মেঘ, সম্প্রচারের আগেই ফাঁস আসন্ন পর্ব
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি