Icche Putul: দুর্ধর্ষ এপিসোড! গিনিকে উদ্ধার করতে এসেই চরম বিপদে পড়লো মেঘ
ইদানিং ধারাবাহিকটি প্রতিটি পর্বেই থাকছে টানটান উত্তেজনা।

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) বহুল চর্চিত ধারাবাহিকের মধ্যে ইচ্ছে পুতুল (Icche Putul) অন্যতম। ইদানিং ধারাবাহিকটি প্রতিটি পর্বেই থাকছে টানটান উত্তেজনা। একটি পর্বও মিস করতে চাইছেন না দর্শকরা। টিআরপি তালিকায় নিজের জায়গা ধরে রাখতে গল্পে নিত্য নতুন টুইস্ট আনছে নির্মাতা। আপাতত ধারাবাহিকের গল্প এগিয়ে চলেছে গাঙ্গুলী বাড়ির কন্যা গিনির বিবাহিত জীবনকে কেন্দ্র করে। নিত্য দর্শকরা সকলেই জানেন কারোর কথা না শুনে এক রাকাত জেদ করে রূপকে বিয়ে করেছিল গিনি। যার ফল ভুগতে হচ্ছে তাকে।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বগুলিতে দেখা গিয়েছে রূপের দ্বারা কিভাবে শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হচ্ছে গিনি। প্রতিমুহূর্তে তার কপালে জুটছে অপমান। বিয়ে করা নতুন বউয়ের গায়ে হাত তুলতেও পিছপা হচ্ছে না রূপ। রুপেরি কাজকে সম্পূর্ণ সমর্থন জানাচ্ছে তার মা শালিনী দেবী। রুপেরই আসল চেহারা দেখে যিনি বুঝে উঠতে পারছে না সে কি করবে! নিজের জীবনে সর্বনাশ সে নিজেই ডেকে এনেছে তা পরিষ্কার বুঝে গিয়েছে গিনি।
Icche Putul New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব যেখানে দেখা যাবে রূপ গিনিকে অত্যাচার করে হাত-পা বেঁধে ফেলে রেখেছে মাটিতে এবং চলে গিয়েছে তার প্রেমিকার সঙ্গে সময় কাটাতে। কি করবে কিছু বুঝে উঠতে না পেরে গিনি ফোন করে মেঘকে। গিনিকে বাঁচাতে সান্যাল বাড়িতে ছুটে আসে মেঘ কিন্তু শালিনী দেবী কিছুতেই মেয়েকে তাদের বাড়িতে ঢুকতে দেয় না। একপ্রকার জেদ করেই সে বাড়িতে ঢুকে খুঁজতে থাকে গিনিকে। গিনির ঘরের দরজা খুলতে না পারায় মেঘ ফোন করে ডাকে নীলকে। ঠিক সেই সময়ই বাড়িতে মেঘকে দেখতে পায় রূপ। সে বুঝতে পারে মেঘকে না সরিয়ে ফেললে গাঙ্গুলী বাড়ির সকলের সামনে তার সব সত্যি বেরিয়ে আসবে। এরপরই পিছন থেকে মেঘকে ধরে একটি ঘরে বন্দি করে রূপ। রুপ মেঘকে জানায় সে গিনিকে বন্দী করেছে এইবার তাকেও করবে। মেঘ বারবার অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার কিন্তু রূপ তার কোনো কথাই শোনে না। সেই মুহূর্তে সান্যাল বাড়িতে পৌঁছে যায় নীল কিন্তু রূপ কিছুতেই মেঘকে ছাড়ে না।
চাঞ্চল্যকর পর্ব! সকলের সামনে গিনির সিঁথির সিঁদুর মুছে তাকে অস্বীকার করল রূপ
যদিও চ্যানেল কর্তৃপক্ষের তরফে এমন কোন ভিডিও এখনো প্রকাশ্যে আনা হয়নি বরং ইউটিউবের একটি ফ্যান পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। তবে কি মেঘের কথা মিথ্যে প্রমাণিত করার জন্য তাকে ঘরে বন্দী করে রাখবে রূপ? কোন দিকে মোড় নিতে চলেছে ধারাবাহিকের আগামী পর্ব! জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি