Icche Putul: ঘুরে গেল গল্প! মেঘ পরীক্ষায় ফার্স্ট হতেই আবার তাকে ফিরে পেতে চাইলো নীল, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
এই গল্পের নায়িকা মেঘ ওরফে তিতিক্ষার প্রতিবাদী চরিত্র নজর কেড়েছে দর্শকদের।

Icche Putul: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হওয়া জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম ইচ্ছে পুতুল (Icche Putul)। কয়েক মাসের মধ্যেই দর্শকমনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। সোশ্যাল মিডিয়া থেকে বাড়ির ড্রয়িং রুম সর্বত্রই এই ধারাবাহিকের ক্রেজ লক্ষণীয়। এই গল্পের নায়িকা মেঘ ওরফে তিতিক্ষার প্রতিবাদী চরিত্র নজর কেড়েছে দর্শকদের। বর্তমানে গল্প আবর্তিত হচ্ছে রূপ ও গিনির বিয়েকে কেন্দ্র করে।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে ফুলশয্যার ঘরে মদ্দপ অবস্থায় ঢুকে গিনির সম্মতি ছাড়াই তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে রূপ। এরপরই গিনির কাছ থেকে জোর করে তার সমস্ত গয়না ছিনিয়ে নিয়ে তার ফোনটাও হাত থেকে ফেলে ভেঙে দিয়েছে। সকালবেলা শালিনী দেবীকে গিনি তার শরীরের ক্ষতচিহ্ন দেখালেও শালিনী দেবী জানিয়ে দেন যে সে রূপ সম্পর্কে কোনো কথা শুনতে চান না। অন্যদিকে গিনির ক রূপ ও গিনিকে অষ্টমঙ্গলায় পাঠানোর জন্য শালিনী দেবীর কাছে আর্জি জানায়। শালিনী দেবীও কথা দেন রূপ ও গিনি ঠিক সময়ে গাঙ্গুলী বাড়িতে পৌঁছে যাবে। অষ্টমঙ্গলে যাওয়ার ইচ্ছা না থাকলেও একপ্রকার বাধ্য হয়ে মায়ের কথায় রূপ গাঙ্গুলি বাড়িতে যেতে রাজি হয়। এদিকে মেঘ ও নীলের ডিভোর্সের তারিখ ঠিক হয়ে গেছে। কিন্তু মেঘকে মন থেকে মুছে ফেলতে পারছে না নীল। এমনকি সে মেঘের কাছে অনুরোধ করেছে যাতে মেঘ সারা জীবনের মত তার জীবন থেকে হারিয়ে না যায়।
ধামাকাদার এপিসোড! পরাগের অত্যাচার সহ্য করতে না পেরে শতদ্রুর কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল শিমুল
Icche Putul New Episode
এই সবের মাঝেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন পর্ব যেখানে দেখা যাবে ইউনিভার্সিটির পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে মেঘ। নিত্য দর্শকরা সকলেই জানেন নীলের কাছ থেকে চলে এসে নিজের জীবনে গান ও পড়াশোনাকে নিয়েই বেচে ছিল মেঘ। গানের জগতেও তার সাফল্য এখন আকাশচুম্বি। আর এইবার পড়াশোনায় এই সাফল্য মেঘকে তার জীবনে আরও এক ধাপ যেন এগিয়ে দিল। মেঘের এই সাফল্যের কারণে তার সহপাঠীরা নীলের কাছ থেকে ট্রিট চায়। নীল বুঝতে পারে সে জীবনে অনেক বড় ভুল করেছে কিন্তু এখন আর কিছুই করার নেই তার। কিন্তু কী করবে এখন নীল! নিজের ভুল বুঝতে পেরে মেঘকে নিজের জীবনে ফিরিয়ে আনবে নাকি সারাজীবন দূরেই থাকতে হবে মেঘের থেকে? কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প জানতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি