Icche Putul: দুর্ধর্ষ এপিসোড! ময়ূরী সব কুকীর্তির কথা তার মায়ের কাছে ফাঁস করল গিনি
টিআরপি তালিকায় সেরার সেটা হয়ে উঠতে সকল ধারাবাহিকই প্রতিনিয়িত লড়াই চালিয়ে যাচ্ছে।

Icche Putul: টেলি বিনোদনের একটি বড় অংশ জুড়ে রয়েছে বিভিন্ন ধারাবাহিক। টিআরপি তালিকায় সেরার সেটা হয়ে উঠতে সকল ধারাবাহিকই প্রতিনিয়িত লড়াই চালিয়ে যাচ্ছে। তেমনই একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’। মাত্র কয়েক মাস জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। টিআরপি তালিকায় সেই ভাবে নিজের জায়গা পাকাপোক্ত করতে না পারলেও সোশ্যাল মিডিয়া থেকে বাড়ির ড্রয়িং রুম পর্যন্ত এই ধারাবাহিক নিয়ে মানুষের চর্চা তুঙ্গে। বর্তমানে ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব।
Icche Putul Zee Bangla
নিত্য দর্শকরা সকলেই জানেন বাড়ির প্রায় সকলের বিরুদ্ধে গিয়ে রূপকে বিয়ে করেছে গিনি। তবে বিয়ের পর থেকেই রূপের আসল চেহারা ফুটে উঠেছে তার সামনে। রুপ যে কতটা দুশ্চরিত্র ও লম্পট তা প্রতি মুহূর্তে টের পাচ্ছে গিনি। সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বগুলিতে দেখা গিয়েছে নিজের বউকে ছেড়ে গার্লফ্রেন্ডের সঙ্গে রাত কাটিয়েছে রূপ। তবে এখানেই শেষ নয়। বৌভাতের সকালে মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে ভাতকাপড় অনুষ্ঠানে সকলের সামনে গিনিকে অপমান করে রূপ। এরপর গিনির সঙ্গে মিথ্যা ভালোবাসার নাটক করলেও ফুলসজ্জার ঘরেই তার কদাচিৎ রূপ বেরিয়ে আসে। গিনির সম্মতি ছাড়াই তার উপর শারীরিক অত্যাচার চালায় রূপ তার সমস্ত গয়না সে ছিনিয়ে নেয়। শালিনী দেবীকে গিনি সবটা জানালেও রূপের ব্যাপারে কোনো কথা সে শোনে না।
Icche Putul New Episode
এইসবের মধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব, যেখানে দেখা যাবে শালিনী দেবী গিনিকে জানায় রাতে তাদের এক জায়গায় নেমন্তন্ন আছে এবং সেখানে রূপের সঙ্গে তাকেও উপস্থিত থাকতে হবে। গিনি শালিনী দেবীকে জানিয়ে দেয় সে কোনোমতেই যেতে পারবে না। রূপও তার মায়ের কথায় গিনিকে বোঝাতে থাকে কিন্তু সে কিছুতেই রাজি হয়না। এই নিয়ে গিনির সঙ্গে রূপের এক প্রকার ঝগড়ার সৃষ্টি হয় এবং দেখা যায় গিনিকে হাতপা বেধে মাটিতে ফেলে রেখে নিজের প্রেমিকার কাছে চলে গিয়েছে রূপ।
এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে গিনি কোনরকমে ফোন নিয়ে মেঘকে সবটা জানায়। গিনিকে বাঁচাতে মেঘ ছুটে আসে স্যানাল বাড়িতে। কিন্তু রূপের মা তাকে কোনো মতেই বাড়িতে ঢুকতে দিতে চায়না। জোর করেই রূপের বাড়িতে ঢুকে গিনিকে খুঁজতে থাকে মেঘ। সে নীলকে ফোন করে সবটা জানালে আশীর্বাদ ছেড়ে ময়ূরীকে নিয়েই নীল চলে আসে রূপের বাড়ি। সেখানে আসা মাত্রই মেঘ তাকে জানায় আজ আবার প্রমাণিত হবে সে কোনো মিথ্যা বলেনা। যা শুনে ভয় পায় ময়ূরী।
এরপরই দরজা ভেঙে নীল ও মেঘ উদ্ধার করে গিনিকে। গিনির কাছ থেকে সবটা শুনে অবাক হয়ে যায় নীল। এমন সময় ময়ূরীর মা ময়ূরী কে ফোন করলে যিনি তার হাত থেকে ফোনটা নিয়ে ময়ূরীর কুকীর্তির কথা সবটা জানিয়ে দেয় মধুমিতা দেবীকে। তবে কি এইবার মায়ের ভালোবাসা থেকেও বঞ্চিত হবে ময়ূরী! যে মা তাকে অন্ধের মত বিশ্বাস ও ভরসা করতো সেও কি তার পাশ থেকে সরে যাবে?
যদিও এমন কোনো ভিডিও চ্যালেন কর্তৃপক্ষের তরফে এখনো প্রকাশ্যে আনা হয়নি বরং ইউটিউবের একটি পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। যদি এমন ভাবেই সকলে ময়ূরীর পাশ থেকে সরে গিয়ে তাকে একা করে দেয় তবে কেমন লাগবে দর্শকদের!?
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি