Icche Putul: ‘আমি রূপের গার্লফ্রেন্ড’! বিয়ের পরেরদিন রূপের ফোন রিসিভ করেই চমকে উঠলো গিনি, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
যত সময় এগোচ্ছে ততই দর্শকের মনের মধ্যে পাকাপাকি ভাবে স্থান করে নিচ্ছে এই ধারাবাহিক।

Icche Putul: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হওয়া অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল (Icche Putul)। যত সময় এগোচ্ছে ততই দর্শকের মনের মধ্যে পাকাপাকি ভাবে স্থান করে নিচ্ছে এই ধারাবাহিক। আপাতত এই ধারাবাহিকের গল্প যে দিকে মোড় নিয়েছে তাতে সকল দর্শক চাইছেন গাঙ্গুলী বাড়ির সকলের সামনে ময়ূরীর মুখোশ খুলে গিয়ে মেঘ ও নীলের মধ্যে সম্পর্ক আগের মত হয়ে যাক।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে বিয়ের দিনই রূপের অসংলগ্ন আচরণ চোখে পড়ে মিনি ও লালের। মদ খেতে মিনির সঙ্গে রীতিমতো অসভ্যতা করে রূপ। তার ব্যবহার মোটেই ভালো লাগেনা মিনির। কিন্তু গিনিকে কোনো কথাই জানায় না তারা। শেষ পর্যন্ত বিয়ে হয়ে যায় গিনি ও রূপের। বিয়ের পরদিন সকলের আশীর্বাদ নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় গিনি। গিনির যাওয়া মাত্রই মীনাক্ষী দেবী নীলকে জানায় যত তাড়াতাড়ি সম্ভব সে ময়ূরী কে এই বাড়ির বউ করে আনতে চায় তাই মেঘের সঙ্গে ডিভোর্সটা যেন নীল তাড়াতাড়ি সেরে ফেলে। অন্যদিকে ইউনিভার্সিটি গিয়ে মেঘের সঙ্গে আবারো জিষ্ণুকে নিয়ে ঝামেলা করতে থাকে নীল। মেঘের সঙ্গে রূপ ও জিষ্ণুকে জড়িয়ে আবারও নোংরা কথা বলতে থাকে নীল। মেঘ বলে সে যে রূপের ব্যাপারে সত্যি বলেছে তা আর কিছুদিনের মধ্যেই গিনির থেকে জানতে পারবে সকলে। মেঘের বলা কথাগুলো আবারও ভাবায় নীলকে।
Icche Putul New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসছে ধারাবাহিকের নয়া পর্ব, যেখানে দেখা যাবে শ্বশুরবাড়িতে পা দেওয়া মাত্রই গিনির চোখে পড়ে কিছু অসংলগ্নতা। বধূ বরণের সময় রূপের বাড়িতে সেই ভাবে কোনো লোককেই দেখতে পায় না গিনি। এমনকি রূপের মা ঠিকমত তাকে বরণও করে না। অন্যদিকে রূপের বাবা জানায় রুপ যেন আজকে তার সঙ্গে তার ঘরে থাকে এবং গিনিকে তার ঘর ছেড়ে দেয়। এরপরেই দেখা যায় রূপ রাতে মদ খেয়ে বাড়ি ফিরলে বেজায় চটে যায় তার বাবা। রূপের মা তাকে বাঁচানোর চেষ্টা করলে তার বাবা গিনিকে ডাকতে বলে এবং জানায় সব কথা সবার সামনেই সে বলবে।
ভাঙলো সহ্যের বাঁধ! শিমুলের হাতে লাঠি পেটা খেল পলাশ, প্রকাশ্যে ধারাবাহিকের ধুন্ধুমার পর্ব
অন্যদিকে গিনি মিনিকে ফোন করে তার শ্বশুরবাড়িতে ডাকলে মনে মনে খুশি হয় রূপ। সে মিনিকে আনতে যাবে কিনা জিজ্ঞেস করে মিনি জানায় না। এদিকে বিয়ের পর থেকেই রূপের আচরন ঠিক লাগছে না গিনির। তবে ভবিষ্যতে কোন বিপদ অপেক্ষা করছে গিনির জন্য! কোন সত্যের মুখোমুখি হবে গিনি। কিভাবে বা রূপের আসল চরিত্র গিনির সামনে আসবে! আপাতত এইসব নিয়েই কৌতুহলী গোটা দর্শক মহল। কিন্তু ধারাবাহিকের আগামী পর্বগুলির জন্য নির্মাতা কি গল্প সাজিয়ে রেখেছেন তা জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি