Icche Putul: গল্পে নতুন মোড়! মেঘের সাহায্যে রূপকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল গিনি, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
ইদানিং জমজমাট হয়ে উঠেছে ধারাবাহিকের প্রতিটি পর্ব। প্রতি পর্বেই থাকছে নিত্য নতুন চমক।

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় নিজের জায়গা করে নিয়েছে ইচ্ছে পুতুল (Icche Putul)। ইদানিং জমজমাট হয়ে উঠেছে ধারাবাহিকের প্রতিটি পর্ব। প্রতি পর্বেই থাকছে নিত্য নতুন চমক। নিত্য দর্শকরা সকলেই জানেন গাঙ্গুলী বাড়ির কন্যা গিনি একপ্রকার জেদ করেই রূপকে বিয়ে করেছিল। মেঘের কোনো বারণই সে শোনেনি। বিয়ের পর থেকেই তার ফল ভুগতে হচ্ছে তাকে। বিয়ের পরদিন থেকেই একের পর এক অত্যাচারের শিকার হচ্ছে গিনি।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে ফুলসজ্জার ঘরে মদ্যপ অবস্থায় ঢুকে গিনির সম্মতি ছাড়াই তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে রূপ। এমনকি জোর করে গিনির সমস্ত গয়না তার থেকে কেড়ে নেয় সে। সব ঘটনা রূপের বাবাকে জানানোর আগেই তার ফোন মাটিতে ফেলে দুটুকরো করে দেয় রূপ। গিনি বুঝতে পারে নিজের দোষেই তার জীবনে এত বড় ঝড় নেমে এসেছে। সকালে রূপের মাকে সবটা বললেও সে মুখ ফিরিয়ে নেয় গিনির থেকে এবং তাকে জানিয়ে দেয় রূপের ব্যাপারে কোনো কথা সে শুনবে না। রুপ যখন বলে সে গিনির গয়না বিক্রি করবে তখনও নীরব থাকেন শালিনী দেবী।
Icche Putul New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব, যেখানে দেখা যাবে গিনি রূপের হাত থেকে থেকে মুক্তি পেতে মেঘকে ফোন করে জানিয়ে দেয় যে তার বলা প্রতিটি কথা সত্যি। রুপ তার জীবনটা শেষ করে দিচ্ছে। প্রতিদিন অত্যাচারের শিকার হচ্ছে সে। গিনি জানায় সে বাড়িতে কিছুই জানাতে পারবে না। মেঘ তাকে জিজ্ঞেস করে সে রূপকে ডিভোর্স দেবে কিনা! বাকি রূপকে সে দেখে নেবে। এরপরই দেখা যাবে গিনিকে নিয়ে উকিলের কাছে হাজির হয়েছে মেঘ।
অপেক্ষার অবসান! অষ্টমঙ্গলাতে এসেই পর্দা ফাঁস হলো রূপের, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
তবে চ্যানেল কর্তৃপক্ষের তরফে এমন কোনো প্রোমো প্রকাশ্যে আনা হয়নি, বরং সোশ্যাল মিডিয়ার ফ্যান পেজ গুলির তরফে ভিডিওটি আপলোড করা হয়েছে ইউটিউবে। আদৌ এমন কোনো ঘটনা ঘটবে কিনা বা রূপের হাত থেকে বাঁচতে গিনি ডিভোর্সের পথ বেছে নেবে কিনা তা জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি