বিনোদন দুনিয়া

Icche Putul: নোংরামির সীমা পার! বৌভাত অনুষ্ঠানে সকলের সামনেই মিনির সঙ্গে চরম অসভ্যতা করলো রূপ, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

দুই বোনের জীবন কাহিনীকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে ধারাবাহিকের গল্প।

Advertisements

Icche Putul: বর্তমানে জি বাংলার ?Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ইচ্ছে পুতুল (Icche Putul)। যত সময় এগোচ্ছে ততই দর্শকের মনে পাকাপাকি স্থান দখল করে নিচ্ছে এই ধারাবাহিক। দুই বোনের জীবন কাহিনীকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে ধারাবাহিকের গল্প।

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে শেষ পর্যন্ত রূপের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে গিনির। গাঙ্গুলী বাড়ির সকলে এই বিয়েতে খুশি হলেও মন থেকে বিয়েটা মেনে নিতে পারেনি মিনি ও লাল। বিয়ের দিনই রূপের চরিত্র একটু একটু করে ধরা পড়েছে তাদের চোখে। কিন্তু বিয়ে ভেঙে যাওয়ার আশঙ্কায় কোনো কিছুই বাড়ির লোককে জানিয়ে উঠতে পারে না তারা। অন্যদিকে দেখা যায় পরিবারের সকলের আশীর্বাদ নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় গিনি।

অবিশ্বাস্য চমক! কলেজে মিনির সঙ্গে অসভ্যতা করলে রূপকে উচিত শিক্ষা দিল জিষ্ণু, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

Icche Putul New Episode

Icche putul

Advertisements

এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন পর্ব, যেখানে দেখা যাবে, বৌভাতের দিন গাঙ্গুলী বাড়ির সকলে উপস্থিত হয়েছে রুপেদের বাড়িতে। সেখানে মিনির হাত ধরলে রূপকে চর মেরে বলে যেদিন মেঘের হাত ধরেছিলে সেদিনই চরটা মারা উচিত ছিল। এরপরই রূপ বলে তোমাদের বাড়ির সকলের চিন্তাধারাই খুব পুরনো। জামাইবাবু শালীদের সঙ্গে একটু মজা করতেই পারে। এরপরই সে বলে মেঘ তো একটা দুশ্চরিত্রা। জামা কাপড়ের মতো ছেলে বদলায় সে রূপের এই কথায় সায় মেলায় ময়ূরী। এমনকি নীলের মাও বলে মেঘের আসল চরিত্র এসে গিয়েছে সকলের সামনে। ঠিক সেই সময়েই গিনি এসে বলে আমাদের সকলের কোথাও একটা ভুল হচ্ছে। তবে কি এইবার গিনি নিজে রূপের বিরুদ্ধে কথা বলবে? সবার সামনে কি রূপের আসল রূপ চলে আসবে? যদি এমনটাই হয় তবে কেমন লাগবে দর্শকদের।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles