Icche Putul: অবাক কান্ড! বিয়ের আসরে গিনির বদলে মিনিকে সিঁদুর পরালো রূপ, প্রকাশ্যে ধারাবাহিকের দুর্ধর্ষ পর্ব
বর্তমানে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকের গল্পে দেখা গিয়েছে নতুন মোড়।

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকের গল্পে দেখা গিয়েছে নতুন মোড়। বেশ কয়েক মাসের মধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। মেঘ, নীল ও ময়ূরী এই তিনজনকে নিয়েই শুরু হয়েছিল ধারাবাহিকটি। ধারাবাহিকের প্রোমোতেই মিলেছিল ত্রিকোণ প্রেমের ইঙ্গিত। এরপর যত গল্প এগিয়েছে ততই দেখা গিয়েছে সেই কাহিনী।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের কিছুদিনের আগের পর্বে দেখা গিয়েছে, নীলের কাছে সমস্ত দোষ স্বীকার করে ময়ূরী। কিন্তু এরপরই সুস্থ হয়ে গাঙ্গুলী বাড়িতে এসে মেঘের নামে মিথ্যা বলে আবারও সে অপদস্ত করে মেঘকে। নীল আবারও পা দেয় ময়ূরীর পাতা ফাঁদে। মেঘকে শিক্ষা দিতে নীল জানায়, সে মেঘকে ডিভোর্স দিয়ে বিয়ে করবে ময়ূরীকে। মেঘ এই কথায় কষ্ট পেলেও নিজেকে সামলে নিয়ে জানায় তাদের দুজনের দাড়িয়ে থেকে বিয়ে দেবে সে।
এদিকে রূপ ও গিনির সঙ্গে ময়ূরী ও নীলের বিয়েরও তোড়জোড় শুরু হয় গাঙ্গুলী বাড়িতে। বিয়ের নিমন্ত্রণ করতে গাঙ্গুলী বাড়ির সকলে পৌঁছায় মেঘেদের বাড়িতে। সকলের সামনেই গিনির বিয়েতে মেঘকে আসার জন্য অনুরোধ করে ঠাম্মি। মেঘও ঠিক করে যে সে গিনির বিয়েতে যাবে এবং রূপের সঙ্গে একবার কথা বলবে।
Icche Putul New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নয়া পর্ব। আগামী পর্বে দেখা যাবে, বরের সাজে মদ্যপ অবস্থায় বিয়ের মণ্ডপে হাজির হয়েছে রূপ। তার আচরণে অসংলগ্নতা লক্ষ করেছে মিনি। সে রূপের সঙ্গে দেখা করতে গেলে তাকে জড়িয়ে ধরে রূপ। কোনো মতে রূপের থেকে সে নিজেকে মুক্ত করে। মিনি বুঝতে পেরেছে যে রূপ মদ খেয়েছে। এরপরই রূপ বলে গিনির বদলে সে বিয়ে করতে চায় মিনিকে। এই কথা শুনে অবাক হয় মীনাক্ষী দেবী। সে রূপকে বলে, এইসব কি বলছ তুমি? যদিও এত কিছুর পরেও বিয়ের পিঁড়িতে বসে গিনি ও রূপ। কিন্তু সিঁদুর পড়ানোর সময় গিনির বদলে মিনির দিকেই একদৃষ্টে তাকিয়ে থাকে সে এবং এরপরই আসে নয়া চমক। গিনির বদলে মিনির সিঁথি রাঙিয়ে দেয় রূপ। যা দেখে রীতিমতো অবাক গাঙ্গুলী পরিবারের সকলে।
কোন আপস নয়! পরাগের বিরুদ্ধে নালিশ করতে স্কুলে ছুটলো শিমুল! প্রকাশ্যে জমজমাট পর্ব
না, চ্যানেল কর্তৃপক্ষের তরফে ধারাবাহিকের এই পর্বটি প্রকাশ্যে আনা হয়নি। বরং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ফ্যান পেজগুলির তরফে ভিডিওটি শেয়ার করা হয়েছে ইউটিউবে। আসলে সকলেই চাইছে রূপের নোংরা চরিত্র সকলের সামনে আসুক এবং মেঘ নির্দোষ প্রমাণিত হোক। তবে গল্প কোন দিকে মোড় নেবে তা জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি