বিনোদন দুনিয়া

Icche Putul: ‘গিনিকে আমি নিজের বউ মানি না’! বরণ করার আগেই মায়ের হাত থেকে বরণ ডালা ছুড়ে ফেলল রূপ, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

ধারাবাহিকের প্রতি পর্বেই থাকছে একের পর এক নিত্যনতুন টুইস্ট।

Advertisements

Icche Putul: যত সময় এগোচ্ছে ততই দর্শকমহলে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকের। প্রতি পর্বেই থাকছে একের পর এক নিত্যনতুন টুইস্ট। ত্রিকোণ প্রেমের গল্পকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে ধারাবাহিকের গল্প।

Icche Putul

Icche Putul

Advertisements

সম্প্রতি বেশ কিছুদিন ধারাবাহিকের গল্প এগোচ্ছে গিনি ও রূপের বিয়েকে কেন্দ্র করে। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা সকলেই জানেন, মদ্যপ অবস্থায় বিয়ে করতে আসে রূপ। তার অসংলগ্ন আচরণ দেখে মনে সন্দেহ দানা বাঁধে মিনি ও লালের। কিন্তু বিয়ে ভেঙে যাবে এই ভয়ে তারা গিনিকে কোনো কথাই জানাতে পারেনা। শেষ পর্যন্ত বিয়ে সম্পন্ন হয় রূপ ও গিনির।

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

শেষ পর্বে দেখা যায় গিনিকে বিদায় দিতে একে একে আশীর্বাদ করছে গাঙ্গুলী পরিবারের সকলে। সব কিছুর মাঝে রূপের নজর কিন্তু মিনির দিকে। রুপ তার মাকে গিনির সঙ্গে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে বলে। কিন্তু মিনি স্পষ্ট জানিয়ে দেয় সে কিছুতেই ওই বাড়ি যাবে না এবং সে গিনিকে আবারও বলে কোনো অসুবিধা হলে তাকে জানাতে। অন্যদিকে দেখা যায় অনিন্দ্য বাবু ও মেঘের কথোপকথনকালে সেখানে উপস্থিত হয়ে ময়ূরী মেঘকে অপমান করে।

 ‘বোন তুই হুলোবাবুর প্রেমিকা’! সত্যি জানতে পেরে নিজের ভালোবাসার বলিদান দিল সন্ধ্যা! ফাঁস আসন্ন পর্ব 

Icche putul

এরপর মেঘ তার দিদিকে বলে এইবার আর সে নয় স্বয়ং গিনি সবাইকে রূপের চরিত্রের কথা বলবে এবং ময়ূরীকেও প্রশ্ন করবে সব জানা সত্ত্বেও সে কেন কিছু জানায়নি কাউকে? এই কথা শুনে মনে মনে ভয় পেতে থাকে ময়ূরী। সে মনে মনে ভাবে যত তাড়াতাড়ি সম্ভব নিজের সঙ্গে বিয়ে সেরে ফেলতে হবে সে বুঝতে পারে বিপদ আসন্ন। এদিকে গাঙ্গুলী বাড়ি থেকে বিদায় নিয়েছে গিনি ও রূপের পরিবার। রূপের বাড়িতে পৌঁছে এইবার কি অপেক্ষা করছে গিনির জন্য! আদৌ কি রূপ তাকে মেনে নেবে নাকি বিয়ের প্রথম দিনই কোনো কঠিন সত্যের মুখোমুখি হবে গিনি! কী হতে চলেছে আগামী পর্বগুলিতে জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles