Icche Putul: ঘুরে গেল গল্পের মোড়! হাসিমুখে মেঘ ও নীলের জীবন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিল ময়ূরী, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অন্যতম নবাগত একটি ধারাবাহিক হলো 'ইচ্ছে পুতুল (Icche Putul)'।

Icche Putul: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অন্যতম নবাগত একটি ধারাবাহিক হলো ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’। যত দিন অতিবাহিত হচ্ছে ততই দর্শকমন্ডলে এই ধারাবাহিকের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। টিআরপি তালিকাতে নিজের স্থান ধরে রাখতে একের পর এক নিত্য নতুন চমক আনছেন নির্মাতা। ইদানিং বেশ জমজমাট হয়ে উঠেছে ধারাবাহিকটি।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে মেঘ গিনিকে রূপের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসার পরই সকলে নিজেদের ভুল বুঝতে পারে। রূপের সঙ্গে সঙ্গে ময়ূরীরও পর্দা ফাঁস হয়। যেই মীনাক্ষী দেবী ময়ূরীকে অন্ধের মত বিশ্বাস করতেন সেই তিনিই সকল সত্যি জানার পর ময়ূরীকে থাপ্পড় মেরে জানিয়ে দেয় যে সে ভুল মানুষকে বিশ্বাস করেছে। এরপর থেকেই মেঘকে গাঙ্গুলী বাড়িতে ফিরিয়ে আনার জন্য উদ্যোগী হয় মীনাক্ষী দেবী সহ গাঙ্গুলী পরিবারের অন্যান্য সদস্যরা। মীনাক্ষী দেবী মেঘকে বারবার ফোন করে ফিরে আসার অনুরোধ জানালেও মেঘ জানিয়ে দেয় তার পক্ষে ওই বাড়িতে ফিরে যাওয়া সম্ভব নয়।
এদিকে ময়ূরী নীলের বিরুদ্ধে মেঘের মন বিষিয়ে দেওয়ার জন্য তাকে নীল ও ময়ূরীর একটি ভিডিও দেখায়। যা দেখে মনের ভিতর ক্ষত বিক্ষত হয়ে যায় মেঘের। অন্যদিকে দেখা যায় মেঘের ক্ষতি করা প্রতিটি অন্যের জন্য অনুশোচনা বোধ করে নীল ও মীনাক্ষী দেবী। এরই মধ্যে নীল ও মেঘের ডিভোর্সের তারিখও আসন্ন। ডিভোর্সের দিন সকালে মেঘকে বারবার ফোন করতে থাকে নীল। মেঘ ফোন না ধরলে শেষ পর্যন্ত অনিন্দ্য বাবুকে ফোন করে মেঘের সঙ্গে কথা বলতে চায় নীল। প্রথমে রাজি না হলেও পরে মধুমিতা দেবীর কথায় নীলের সঙ্গে কথা বলতে রাজি হয় মেঘ।
Icche Putul Today’s Episode
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে নীল মেঘকে অনুরোধ করে শেষবারের মতো তার সঙ্গে তার গাড়িতে করে যেতে। নীল এতই জেদ করতে থাকে যে মেঘ তাকে ফিরিয়ে দিতে পারেনা। তাই মেঘ সিদ্ধান্ত নেয় সে নীলের সঙ্গে কোর্টে যাবে। তার সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানায় তার বাবা ও মা। ময়ূরী সবটাই শোনে আড়াল থেকে। নীলের সঙ্গে মেঘের যাওয়া নিয়ে সে আপত্তি করলেও তার কথায় বিশেষ পাত্তা দেয় না কেউই। এরপরই দেখা যায় মেঘকে আনতে আসে নীল।
গাড়িতে ওঠা থেকে মেঘের সঙ্গে নানা ভাবে মশকরা করতে থাকে সে। মেঘ বুঝতে পারেনা নীলের এই ফুরফুরে মেজাজের কারণ। এরপর হঠাৎই নীল জানায় সে তার আইডি প্রুফগুলি বাড়িতে ফেলে এসেছে তাই তাকে একবার বাড়িতে যেতে হবে। মেঘ তাকে বলে সে ইচ্ছা করে এইসব করে আবারও মেঘের বিশ্বাস ভাঙলো।
মেঘ জানিয়ে দেয় সে কোনোভাবেই তার বাড়িতে যাবে না এবং তার বাড়ির কেউ যেন তাকে সহানুভূতি দেখাতে না আসে। গাঙ্গুলী বাড়ির সামনে গাড়ি রেখে ভিতরে ঢোকে নীল এবং তারপরই সেখানে উপস্থিত হয় গিনি। গিনি মেঘের সঙ্গে কথা বলতে থাকে।
ধামাকাদার এপিসোড! নীল ও মীনাক্ষী দেবীকে উচিত শিক্ষা দিল মেঘ, সম্প্রচারের আগেই ফাঁস আসন্ন পর্ব
অন্যদিকে দেখা যায় ময়ূরী সুপ নিয়ে যায় মধুমিতা দেবীর ঘরে। সে গিয়ে আবারও বলতে থাকে মেঘ ও নীলকে একসঙ্গে যেতে দিয়ে তারা ঠিক করেনি। মধুমিতা দেবী তাকে বোঝায় যে নীল মেঘকে খুবই ভালোবাসে। তাই সে যেন নিজেকে আস্তে আস্তে শুধরে নেওয়ার চেষ্টা করে। এরপরই ময়ূরীকে তার ছোটবেলার গল্প শোনাতে থাকেন মধুমিতা দেবী।
যা শুনে চোখে জল আসে ময়ূরীর। তবে কী মধুমিতা দেবীর কথায় মেঘ ও নীলের জীবন থেকে হাসি মুখে সরে যাবে ময়ূরী? নাকি তাদের বিপদে ফেলতে আবার নতুন কোনো চাল চালবে সে! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি