Icche Putul: দূর্ধর্ষ এপিসোড! অষ্টমঙ্গলায় এসে মীনাক্ষী দেবীকে অপমান করল রূপ
বর্তমানে গল্প যে দিকে মোড় নিচ্ছে তাতে টিআরপি তালিকা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সর্বত্রই এই ধারাবাহিকের জনপ্রিয়তা চোখে পড়ার মতো।

Icche Putul: কয়েক মাসের মধ্যেই বিনোদন জগতে বেশ জনপ্রিয়তা পেয়েছে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul)। প্রথম থেকেই ত্রিকোণ প্রেমের কাহিনীকে তুলে ধরা হয়েছে এই গল্পের মাধ্যমে। বর্তমানে গল্প যে দিকে মোড় নিচ্ছে তাতে টিআরপি তালিকা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সর্বত্রই এই ধারাবাহিকের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। বর্তমানে গল্প এগিয়ে চলেছে গিনি ও রূপের বৈবাহিক সম্পর্ককে কেন্দ্র করে।
Icche Putul Zee Bangla
নিত্য দর্শকরা সকলেই জানেন রূপের সঙ্গে বিয়ে হওয়ার পরেই তার আসল রূপ তার সামনে চলে এসেছে। বিয়ের পরদিন থেকেই গিনিকে ছেড়ে নিজের প্রেমিকার কাছে চলে গিয়েছে রূপ। এমনকি মদ্যপ অবস্থায় সকলের সামনে ভাত কাপড়ের থালা হাত থেকে ফেলে দিয়ে রূপ অপমান করেছে গিনিকে। ফুলসজ্জার রাতেও রূপের দ্বারা চরম অত্যাচারের শিকার হয় গিনি। তার সমস্ত গয়না নিজের হাত খরচের জন্য ছিনিয়ে নেয় রূপ। গিনি বাধা দিলে তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে ঘর থেকে বেরিয়ে যায় রূপ। সব কথা শালিনী দেবীকে জানালে সে জানিয়ে দেয় রূপের ব্যাপারে কোনো নালিশ সে শুনবে না। এরই মাঝে গিনির মা ফোন করে অনুরোধ করে গিনি ও রূপকে অষ্টমঙ্গলায় পাঠানোর জন্য। শালিনী দেবী জানিয়ে দেন সঠিক সময়ে গাঙ্গুলী বাড়িতে পৌঁছে যাবে তারা।
ধামাকাদার এপিসোড! রূপের হাত থেকে গিনিকে উদ্ধার করে গাঙ্গুলী বাড়িতে ফিরিয়ে আনল মেঘ
Icche Putul New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন পর্ব যেখানে দেখা যাবে, রূপ ও গিনি অষ্টমঙ্গলায় গাঙ্গুলি বাড়িতে এসে উপস্থিত হয়েছে। তারপরই কিছু আচার অনুষ্ঠান পালন করে তারা দুজনে। রূপের নজর কিন্তু মিনির। সে মিনিকে বিরক্ত করতে থাকে। গিনি রূপের আচার আচরণ দেখে বুঝতে পারে যে সে মিনিকে অযথা বিরক্ত করছে। এরপরই মিনি গিনিকে জিজ্ঞাস করে তার মুখে হাতে কিসের দাগ! মিনির প্রশ্নের কোনো সঠিক জবাব দেয়না গিনি। রূপের ব্যাপারে মিনির মনে সন্দেহ আরও বেড়ে যায় সে রূপকে নানা ভাবে মেঘকে নিয়ে প্রশ্ন করতে থাকে। যার কারণে রেগে যায় রূপ এমন সময় সেখানে মিনাক্ষি দেবী উপস্থিত হলে এরূপ তাকেও অপমান করতে ছাড়ে না। রূপের এই ব্যবহারে অবাক হন মীনাক্ষী দেবী। তবে কি এইবার গাঙ্গুলী পরিবারের সকলের সামনে রূপের আসল চেহারা তুলে ধরবে গিনি! নাকি রূপ তার ভালো মানুষ দিয়ে মন জয় করবে সকলের! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প? জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি