বিনোদন দুনিয়া

Icche Putul: ‘রূপ একটা খারাপ ছেলে’! বিয়ের পরেই সব সত্যি জানতে পেরে বাড়ি ফিরে এল গিনি, প্রকাশ্যে ধারাবাহিকের দুর্ধর্ষ পর্ব 

বর্তমানে ধারাবাহিকের প্রত্যেকটি এপিসোডে রয়েছে নিত্য নতুন চমক।

Advertisements

Icche Putul: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় জায়গা করে নিয়েছে ইচ্ছে পুতুল (Icche Putul)। বর্তমানে ধারাবাহিকের প্রত্যেকটি এপিসোডে রয়েছে নিত্য নতুন চমক। যার কারণে একটি এপিসোডও মিস করতে চাইছেন না দর্শক। নিয়মিত দর্শকরা সকলেই জানেন গল্পের মুখ্য চরিত্র মেঘ ও নীল দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করলেও মেঘের দিদি ময়ূরীর চক্রান্তে তাদের সংসার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। আপাতত আলাদাই রয়েছে তারা।

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে শত চেষ্টা করেও গিনি ও রুপের বিয়ে আটকাতে পারেনি মেঘ। বরং তাকে চরিত্রহীনার তকমা নিয়ে বেরিয়ে যেতে হয়েছে গাঙ্গুলী বাড়ি থেকে। গিনির জেদে শেষ পর্যন্ত তার বিয়ের ঠিক করা হয়েছে রূপের সঙ্গেই। এদিকে বিয়ের দিন মদ খেয়ে গিনিকে বিয়ে করতে আসে রূপ। শুধু তাই নয় মিনির সঙ্গেও অসভ্যতা করে সে। ছাদনাতলায় যাওয়ার জন্য রূপকে ডাকতে এলে লালও রূপের মুখে মদের গন্ধ পায়। কিন্তু মিনি বা লাল কেউই গিনিকে কোনো কথা জানাতে পারে না। শেষ পর্যন্ত গিনির সঙ্গে রূপের বিয়ে সুসম্পন্ন হয়।

Icche Putul New Episode

Icche putul

Advertisements

এরই মাঝে প্রকাশ্যে এসছে ধারাবাহিকের আসন্ন পর্ব, যেখানে দেখা যাবে বিয়ের পরের দিনই রূপের আসল চরিত্র জানতে পেরে বৌভাতের অনুষ্ঠান ছেড়ে গাঙ্গুলী বাড়িতে ফিরে আসে গিনি। সে এসে মীনাক্ষী দেবী ওরফে তার জেঠিমাকে সব কথা জানায়। অন্যদিকে রূপের বাবা বাড়ি থেকে রূপকে বের করে জানিয়ে দেয় গিনি ছাড়া তার বাড়িতে কোনো জায়গা নেই। এরপরই গোটা গাঙ্গুলী বাড়ির লোক দোষারোপ করতে থাকে ময়ূরী ও মীনাক্ষী দেবীকে। ঠাম্মি আরো একবার মনে করিয়ে দেয়, মেঘ অনেকবার চেষ্টা করেছিল এই সত্যি কথাটা বোঝাবার কিন্তু তখন সকলেই ময়ূরীকে বিশ্বাস করেছিল। এমনকি নীলের বাবাও জানায়, নিজের ইগো বজায় রাখতে গিনির এই সর্বনাশ করেছে নীলের মা। সকলেই তার সঙ্গে সহমত হয়। তবে কি নিজের ভুল বুঝতে পারবে মীনাক্ষী দেবী?

 ‘ও একটা মিথ্যেবাদী’! গিনির বৌভাতে ময়ূরীকে সিঁদুর পরাতে গেলে নীলকে সব সত্যি জানালো গিনি, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

Icche Putul

তবে চ্যানেল কর্তৃপক্ষের তরফে এই পর্ব প্রকাশ্যে আনা হয়নি সোশ্যাল মিডিয়ার ফ্যান পেজগুলি তরফে ইউটিউবে ভিডিওটি আপলোড করা হয়েছে। সকল দর্শকই চাইছেন গিনির উচিত শিক্ষা হোক এবং ময়ূরী যে মিথ্যাবাদী তা প্রমাণিত হোক সকলের সামনে। তবে কী সত্যিই এইবার ময়ূরীর আসল রূপ খুলে যাবে মীনাক্ষী দেবী ও গিনির সামনে! মীনাক্ষী দেবী নিজের ভুল বুঝতে পেরে কি মেঘকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে আনবে? আগামী পর্বগুলিতে কি হতে চলেছে জানতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles