Icche Putul: ‘এ কোথায় এসে পরলাম! বিয়ের পরেই শ্বশুরবাড়িতে অদ্ভুত কান্ডকারখানা দেখে চমকে গেল গিনি, প্রকাশ্যে টানটান পর্ব
দুই বোনের জীবন কাহিনীকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে ধারাবাহিকের গল্প।

Icche Putul বর্তমানে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ইচ্ছে পুতুল (Icche Putul)। যত সময় এগোচ্ছে ততই দর্শকের মনে পাকাপাকি স্থান দখল করে নিচ্ছে এই ধারাবাহিক। দুই বোনের জীবন কাহিনীকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে ধারাবাহিকের গল্প।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে শেষ পর্যন্ত রূপের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে গিনির। গাঙ্গুলী বাড়ির সকলে এই বিয়েতে খুশি হলেও মন থেকে বিয়েটা মেনে নিতে পারেনি মিনি ও লাল। বিয়ের রাতে রূপের অসংলগ্ন আচরণ চোখে পড়েছিল দুজনেরই। কিন্তু বিয়ে ভেঙে যাওয়ার আশঙ্কায় কোন কিছুই বাড়ির লোককে জানিয়ে উঠতে পারে না তারা। অন্যদিকে দেখা যায় ময়ূরীকে গাঙ্গুলী বাড়ির বউ করতে উঠে পড়ে লেগেছে মীনাক্ষী দেবী। যত তাড়াতাড়ি সম্ভব মেঘ ও নিলে ডিভোর্স যাতে হয়ে যায় সেই ব্যবস্থাই করছে সে। নীল কিন্তু এখনও মনে মনে মেঘকেই ভালোবাসে। সুযোগ পেলেই রাগের বশবর্তী হয়ে মেঘকে অপমান করছে নীল। অবশ্য মেঘ তাতে বিশেষ পাত্তা দেয়না। বরং সে তাকে বলেছে যখন গিনি তার দুঃখের কথা নিজে মুখে বলবে তখন তারা কী করবে! মেঘের বলা কথাগুলো ভাবতে থাকে নীল।
Icche Putul New Episode
অন্যদিকে ধারাবাহিকের আসন্ন পর্বে দেখা যাবে, পরিবারের সকলের আশীর্বাদ নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় গিনি। গিনি শ্বশুরবাড়িতে আসার পর তাদের দুজনকে বরণ করতে গেলে রূপ সেই বরণের অনুষ্ঠান ছেড়ে ঘরে চলে যেতে চায়। সে বারবার বলতে থাকে তাকে রেহাই দিতে। রুপের মা তার কথায় সাড়ি দিল তার বাবা তাকে জানায় আজকে তার নিজের ঘর গিনিকে ছেড়ে এসে যেন তার বাবার ঘরে থাকে এবং কিছুক্ষণ পর বিশ্রাম নিয়ে রূপকে দেখা করতে বলে তার বাবা। এরপরই দেখা যায় মদ খেয়ে তার বাবার সঙ্গে দেখা করতে গেছে রূপ। রূপের বাবা তার এহেন আচরণে বিরক্ত হলেও তার মা এই বারেও রূপের পক্ষ নিয়েই কথা বলে। রূপের বাবা শালিনী দেবীকে বলেন যে তার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে তাই গিনিকে যেন তার ঘরে ডেকে আনা হয়। তবে কি এইবার রূপের ব্যাপারে গিনিকে সব সত্যি কথা তার বাবাই বলে দেবে কি হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল (Icche Putul)।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি