Icche Putul: ‘তুমি বাড়ি ফিরে চলো বৌদি’, রূপের আসল রূপ সামনে আসতেই মেঘের কাছে ক্ষমা চাইল গিনি, প্রকাশ্যে দূর্ধর্ষ পর্ব
ইদানিং দর্শকমহলে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকের ক্রেজ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

Icche Putul: ইদানিং দর্শকমহলে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকের ক্রেজ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। গল্পের প্রতিটি পর্বেই থাকছে নিত্য নতুন চমক। তাই একটি এপিসোডও মিস করতে চাইছেন না দর্শকরা। আপাতত গল্প আবর্তিত হচ্ছে গিনি ও রূপের বিয়ে এবং মেঘ ও নীলের সম্পর্কের টানপোড়েনকে কেন্দ্র করে।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বগুলিতে দেখা গিয়েছে, রূপের সঙ্গে বিয়ে হয়ে সান্যাল বাড়িতে পা দিয়েছে গিনি। কিন্তু শশুরবাড়িতে পা রেখে কোনো আত্মীয়-স্বজন বা পাড়া প্রতিবেশীদের দেখতে না পাওয়া থেকেই সন্দেহ জেগেছে গিনির মনে। এরপর রূপের সারা রাত বাড়ি না ফেরা বা তার মায়ের আচরণ সবটাই গোলমেলে লাগে তার। গিনির সন্দেহ যেন সত্যিতে পরিণত হয় বৌভাতের দিন সকালে। ভাত কাপড়ের অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে সকলের সামনে গিনিকে অপমান করে রূপ। এমনকি ভাত কাপড়ের থালা গিনির হাতে তুলে না দিয়ে ইচ্ছাকৃত মাটিতে ফেলে দেয় সে। গিনি স্পষ্ট বুঝতে পারে সে মস্ত বড় ভুল করেছে রূপকে বিয়ে করে। সে সিদ্ধান্ত নেয় বাড়ি ফিরে আসবে।
খবরদার! গিনিকে চড় মারতে গেলে রূপের হাত ধরলো জেঠিমনি, প্রকাশ্যে ধারাবাহিকের ধুন্ধমার পর্ব
Icche Putul New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন পর্ব, যেখানে দেখা যাবে রূপের আসল চরিত্র জানার পর মেঘের কাছে ক্ষমা চেয়ে তাকে গাঙ্গুলী বাড়িতে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছে গিনি। কিন্তু মেঘ স্পষ্ট জানিয়ে দেয় সে কোনো মতেই ওই বাড়ি ফিরে যাবে না কারণ তার স্বামী তার নিজের দিদিকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। গিনি জানিয়ে দেয় তার নিজের জীবনটা শেষ হয়ে গেলেও সে আর কোনোভাবেই মেঘের জীবন শেষ হতে দেবে না। তার আগেই ময়ূরীর মুখোশ সবার সামনে খুলে দেবে সে। মেঘের বাড়ি থেকে ফেরার পথে নীল ও ময়ূরী মন্দিরে একসঙ্গে মন্দিরে ঢুকতে দেখে সে এগিয়ে যায় তাদের দিকে। তবে কি মন্দিরে প্রবেশের আগেই নীলকে সব সত্যিটা জানিয়ে দেবে গিনি! গিনির মুখে আসল সত্যিটা জেনে কী মেঘের কাছে ফিরে গিয়ে ক্ষমা চাইবে নীল! একসঙ্গে পথ চলা কী আবারও শুরু হবে মেঘ ও নীলের! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি