বিনোদন দুনিয়া

Icche Putul: অসভ্যতার শেষ পর্যায়! মদ খেয়ে এসে এইবার গিনির গায়ে হাত তুলল রূপ, প্রকাশ্যে দূর্ধর্ষ পর্ব

টিআরপি তালিকায় এই ধারাবাহিক ভালো ফলাফল না করলেও দর্শকের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে এটি।

Advertisements

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’ ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। দর্শকদের জন্য প্রতি পর্বেই থাকছে নিত্য নতুন চমক। টিআরপি তালিকায় এই ধারাবাহিক ভালো ফলাফল না করলেও দর্শকের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে এটি। বর্তমানে গল্প আবর্তিত হচ্ছে রূপ ও গিনির বিয়েকে কেন্দ্র করে।

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

নিত্য দর্শকরা সকলেই জানেন, ময়ূরীর পাতা ফাঁদে পা দিয়ে মেঘকে অবিশ্বাস করে রূপের মতো খারাপ ছেলেকে বিয়ে করেছে গিনি এবং গাঙ্গুলী বাড়ির প্রায় সকল সদস্য ময়ূরীর কথায় অন্ধ বিশ্বাস করে বিয়ে দিয়েছে রূপের সঙ্গে। কিন্তু বিয়ে হয়ে সান্যাল বাড়িতে আসার পর থেকেই গিনির মনে সন্দেহ জেগেছে রূপের আচরণ নিয়ে। বিয়ের পরদিনই রূপ সারারাত বাইরে কাটিয়েছে গিনি ফোন করলেও তার ফোন তোলেনি রূপ এদিকে শালিনী দেবী জানিয়েছে তার ছেলের ব্যক্তিগত জীবনে যেন হস্তক্ষেপ না করে গিনি। এরপরই ভাত কাপড়ের অনুষ্ঠানের দিন পাড়া প্রতিবেশীদের থেকে রূপের ব্যাপারে খারাপ কথা শুনতে থাকে গিনি। এদিকে ভাত কাপড়ের অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে গিনিকে সকলের সামনে অপমান করে রূপ। এমনকি ইচ্ছা করে ভাত কাপড়ের থালা হাত থেকে ফেলে দেয় সে। গিনি বুঝতে পারে সে মস্ত বড় ভুল করেছে কারোর কথা না শুনে সে ভেবে উঠতে পারেনা তার এখন কি করনীয়। রুপ তার সঙ্গে কথা বলতে এলে সে ফিরিয়ে দেয় রূপকে।

‘তুমি বাড়ি ফিরে চলো বৌদি’, রূপের আসল রূপ সামনে আসতেই মেঘের কাছে ক্ষমা চাইল গিনি, প্রকাশ্যে দূর্ধর্ষ পর্ব 

Icche Putul New Episode

Icche Putul

Advertisements

এইসবের মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব যেখানে দেখা যাবে ভাত কাপড়ের অনুষ্ঠানের পরই বাড়ি থেকে বেরিয়ে যায় রূপ। অনেক রাত হয়ে যাওয়ার পরও সে বাড়ি ফেরেনা দেখে গিনি ভাবতে থাকে সে বোধয় আজও কোনো মেয়েকে নিয়ে বেরিয়েছে। এমন সময় কলিং বেল বাজলো গিনি গিয়ে দরজা খোলে এবং দেখে রূপ আবার মাতাল হয়ে বাড়িতে ফিরেছে। দরজা খুলতেই সে গিনিকে চিনতে না পেরে বলে সে কে? গিনি জানায় সে তার স্ত্রী এবং তার রূপের এই প্রতিদিন মদ খেয়ে বাড়ি ফেরা পছন্দ হচ্ছে না। সে যেন এইসব ছেড়ে দেয়। গিনির এই কথা শুনে তার উপর চড়াও হয় রূপ সে গিনির হাত চেপে ধরে জানায় মদ খেতে না দিলে সে তাকে ছাড়বে না। গিনি জানায় তার প্রতিদিন এই মাতলামো ভালো লাগছে না তাই সে বাড়ি ছেড়ে চলে যাবে। গিনির এই কথায় রূপ বলে যে, গিনির যে দিকে সে ইচ্ছা চলে যেতে পারে। তবে কি এইবার এই অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে আসবে রূপ! আর সবটা বলে দেবে গাঙ্গুলী বাড়ির সকলকে? কোন দিকে মোড় নেবে গল্প! জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles