বিনোদন দুনিয়া

Icche Putul: প্রমাণসহ পাকড়াও রূপ, ময়ূরী ও দেবযানীকে হাতেনাতে ধরল গিনি, প্রকাশ্যে ধামাকাদার পর্ব

গল্পের প্রতিটি পর্বই যেন দর্শকের মন ছুঁয়ে যাচ্ছে।

Advertisements

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় জায়গা করে নিয়েছে ইচ্ছে পুতুল (Icche Putul)। গল্পের প্রতিটি পর্বই যেন দর্শকের মন ছুঁয়ে যাচ্ছে। টিআরপি তালিকাতে ভালো ফলাফল করতে না পারলেও দর্শকের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। নিত্য দর্শকরা সকলেই জানেন ইতিমধ্যেই বিয়ে করে সান্যাল বাড়িতে পৌঁছে গিয়েছে গাঙ্গুলী বাড়ির কন্যা গিনি। কারোর কথা না শুনে একপ্রকার জেদ করেই রূপকে বিয়ে করেছে সে।

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বগুলিতে দেখা গিয়েছে রূপের আসল রূপ দেখার পর গিনি বুঝতে পেরেছে রূপ মোটেই ভালো ছেলে না। রুপ যে কতটা লম্পট দুশ্চরিত্র তা বিয়ের মাত্র দুদিনেই গিনির চোখে ধরা পড়েছে। কিন্তু এরপরেও রূপ গিনিকে মানাতে এলে রূপের মিষ্টি মিষ্টি কথায় গলে যায় সে। তাকে ক্ষমা করে দিয়ে ভাবে নিজের বাড়ির লোককে সে রূপের ব্যাপারে কিছুই বলবে না। কিন্তু রূপ মনে মনে ভাবে বৌভাত মিটলেই নিজের আসল রূপ সে ভালো মত বোঝাবে গিনিকে।

ভুলের মাশুল দিল গিনি! ফুলশয্যার রাতে গিনির ওপর নির্মম অত্যাচার করলো রূপ, প্রকাশ্যে ধুন্ধুমার পর্ব

Icche Putul New Episode

Icche Putul: প্রমাণসহ পাকড়াও রূপ, ময়ূরী ও দেবযানীকে হাতেনাতে ধরল গিনি, প্রকাশ্যে ধামাকাদার পর্ব

Advertisements

এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব যেখানে দেখা যাবে, বৌভাতের দিন সন্ধ্যায় গাঙ্গুলী বাড়ির সকলেই উপস্থিত হয় গিনির শশুরবাড়িতে। ময়ূরীও আসে সেখানে। এদিকে মিনি ময়ূরীকে জিজ্ঞাসা করে সে রূপের ব্যাপারে কোনো মিথ্যা বলেছে কিনা! মিনির কথা শুনে ঘাবড়ে যায় ময়ূরী। এরপরই ময়ূরী দেখতে পায় রূপ তার গার্লফ্রেন্ড দেবযানীর সঙ্গে কথা বলছে সে পৌঁছে যায় সেখানে। অন্যদিকে রূপকে খুঁজে না পেয়ে গিনি তাকে খুঁজতে গিয়ে দেখতে পায় একটি মেয়ের সঙ্গে ময়ূরী এবং রূপ কথা বলছে। সে শুনতে পায় ময়ূরী রূপকে বলছে সেই মেয়েটিকে বের করে দিতে। কারণ সে যা মেয়েটির সঙ্গে যা করেছে তা এখানে সকলে জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। রুপ ক্ষিপ্ত হয়ে বেশ কড়া ভাবে দেবযানীকে বের করে দিতে চায় সেখান থেকে। দেবযানী চিৎকার করে বলতে থাকে সে আজকে সবটা সবাইকে বলে দেব। তাদের তিনজনের কথা ফোনে ভিডিও রেকর্ড করে গিনি। তবে কি এইবার ময়ূরী ও রূপের মুখোশ সকলের সামনে প্রমাণ সহ খুলে দেবে গিনি? কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! যদি সত্যিই এমন ভাবে সব সত্যি সকলের সামনে আসে তবে কেমন লাগবে দর্শকদের!

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles