Icche Putul: জীবন শেষ! রূপের অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল গিনি, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
টিআরপি তালিকাতে খুব ভালো ফলাফল না করলেও সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিকের ক্রেজ তুঙ্গে।

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) অন্যতম ও চর্চিত ধারাবাহিক ইচ্ছে পুতুল (Icche Putul)। টিআরপি তালিকাতে খুব ভালো ফলাফল না করলেও সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিকের ক্রেজ তুঙ্গে। ইদানিং জমজমাট হয়ে উঠেছে ধারাবাহিকটি। ইতিমধ্যেই গিনি বুঝতে পেরেছে রূপকে বিয়ে করে জীবনে সবচেয়ে বড় ভুল করেছে সে।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে, বৌভাতের অনুষ্ঠানে সকলের সামনে গিনির সঙ্গে রূপ মিথ্যা ভালোবাসার নাটক করলেও ফুলসজ্জার ঘরেই চরম অত্যাচারের শিকার হয় গিনি। মদ্যপ অবস্থায় ঘরে এসে তার সঙ্গে জোর জবরদস্তি করে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় রূপ। গিনির কোনো মানাই সে শোনে না। এরপরই মায়ের কাছে গয়না রাখার নিয়ম বলে গিনির সব গয়না তার থেকে জোর করে নিয়ে নেয় রূপ।
গিনি রূপের বাবাকে সবটা জানাতে গেলে গিনির ফোনটা মাটিতে ফেলে ভেঙে দেয় রূপ। গিনি মনে মনে ভাবে একমাত্র মেঘ তাকে সাবধান করেছিল আজ নিজের দোষে তার এমন অবস্থা। এদিকে গিনির মা গিনিকে ফোনে না পেয়ে দুশ্চিন্তা করতে থাকলে মিনাক্ষী দেবী জানান বৌভাতের অনুষ্ঠানের ধকল গেছে, তাই একটু বাদে গিনিকে ফোন করতে। এদিকে রূপের মাকে রূপের ব্যাপারে সবটা বলতে গেলে শালিনী দেবী জানিয়ে দেন সে রূপ অনেক ভালো ছেলে সে তার ছেলের ব্যাপারে কোনো কথা শুনতে চান না।
গিনিকে মেরে আধমরা করে ফেলল রূপ! উদ্ধার করে হাসপাতালে ছুটলো মেঘ ও নীল, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
শালিনী দেবী রূপকে গিনির গয়নার ব্যাপারে জিজ্ঞেস করলে রূপ জানিয়ে দেয় সে গয়না তার কাছে রেখেছে বিক্রি করবে বলে। এরপরও শালিনী দেবী কোনো প্রতিবাদ করেন না। সেই সময় গাঙ্গুলী বাড়ি থেকে অষ্টমঙ্গলার জন্য গিনি ও রূপকে যেতে বললে শালিনী দেবী জানিয়ে দেন তারা যাবে এবং গিনিকে আবারও জানিয়ে দেয় সে যেন মুখ না খোলে কোনোভাবে। কি করবে এইবার গিনি? মুখ বুঝে রূপ ও তার মায়ের অত্যাচার সহ্য করবে নাকি আত্মহত্যার পথ বেছে নেবে নাকি রুখে দাঁড়াবে রূপের বিরুদ্ধে? মেঘ কি পারবে তাকে রূপের হাত থেকে বাঁচিয়ে গাঙ্গুলী বাড়িতে ফিরিয়ে দিতে? কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের আগামী পর্বগুলি জানতে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি