বিনোদন দুনিয়াভিডিও

Icche Putul: ময়ূরীর খেলা শেষ! আবারও এক হয়ে গেল মেঘ ও নীল, প্রকাশ্যে ধারাবাহিকের মোড় ঘোরানো পর্ব

ধারাবাহিকের প্রতিটি পর্বেই দর্শকদের জন্য একের পর এক চমক রাখছেন নির্মাতারা।

Advertisements

Icche Putul: যতদিন যাচ্ছে দর্শকদের মধ্যে ততই বৃদ্ধি পাচ্ছে ‘ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকের ক্রেজ। ধারাবাহিকের প্রতিটি পর্বেই দর্শকদের জন্য একের পর এক চমক রাখছেন নির্মাতারা। যার কারণে একটি এপিসোডও মিস করতে নারাজ দর্শক।সাম্প্রতিক টেলিকাস্ট হওয়ার পর্বে দেখা গিয়েছে, মেঘকে শিক্ষা দেওয়ার জন্য ময়ূরীকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে নীল। মেঘের সামনে দিয়ে ময়ূরীর সঙ্গে মেলামেশাও শুরু করেছে সে। সকলের সামনে প্রকাশ্যে না আনলেও নীলের এই আচরণে মনে মনে কষ্ট পাচ্ছে মেঘ।

Icche Putul

Icche Putul

Advertisements

ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে, মদ্যপ অবস্থায় বিয়ের মণ্ডপে হাজির হয়েছে রূপ। অন্যদিকে ঠাম্মির কথা রাখতে গিনির বিয়েতে উপস্থিত হয়েছে মেঘ। তাকে দেখেই ক্ষিপ্ত হয়েছে ময়ূরী। ইতিমধ্যে ময়ূরী লক্ষ করেছে নীলের চোখ তার দিকে নয় বরং রয়েছে ময়ূরীর দিকে। আর এইসবের মাঝে প্রকাশে এসছে ধারাবাহিকের নয়া পর্ব।

জঘন্যতম নায়ক! মেঘের সামনেই ময়ূরীর সঙ্গে বেহায়াপনা নীলের, কটাক্ষ নেটদুনিয়ায়

Icche Putul New Episode

Icche Putul

যেখানে দেখা যাচ্ছে, মিনির সঙ্গে অসভ্যতা করলে সকলের সামনে চলে আসে রূপের আসল চরিত্র।এরপরই নিজের ভুল বুঝতে পেরে মেঘের কাছে ক্ষমা চায় নীল। এমনকি সে মেঘকে জিজ্ঞেস করে, সে কি আবারও তার সঙ্গে সংসার করবে? না, চ্যানেল কর্তৃপক্ষের তরফে এমন কোনো পর্ব প্রকাশ্যে আনা হয়নি বরং সোশ্যাল মিডিয়ার ফ্যান পেজগুলির তরফে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে ইউটিউবে। আসলে সকল দর্শকই চাইছেন বিয়ের মণ্ডপে রূপের পর্দা ফাঁস হয়ে নীল ও মেঘ আবার এক হোক। তবে আদৌ এমন কোনো ঘটনা ঘটবে কিনা তা জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

 

Related Articles