Icche Putul: সত্যির মুখোমুখি মেঘ! রাস্তায় দেখা হতেই মেঘের কাছে সব কথা জানালো গিনি, প্রকাশ্যে চাঞ্চল্যকর পর্ব
টিআরপি তালিকায় খুব ভালো ফলাফল করতে না পারলেও সবসময় দর্শকদের চর্চায় থাকে এই ধারাবাহিক।

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হওয়া নবাগত একটি ধারাবাহিক হলো ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’। কয়েক মাসের মধ্যেই দর্শকদের মন জয় করেছে এটি। টিআরপি তালিকায় খুব ভালো ফলাফল করতে না পারলেও সবসময় দর্শকদের চর্চায় থাকে এই ধারাবাহিক।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের শেষ পর্বে দেখা যায় গিনিকে বিয়ের আসল কারণ জানিয়ে দেয় রূপ। সে বলে গিনির মত মেয়েকে তার বিয়ে করার ইচ্ছা না থাকা সত্ত্বেও সে শুধুমাত্র তার বাবার চাপেই তাকে বিয়ে করেছে। তার বাবা ঘনিষ্ঠ অবস্থায় রূপ ও গিনিকে দেখে ফেলে যার কারণে সে বারবার গিনিকে বিয়ের জন্য চাপ দিতে থাকে আর বিয়ে করতে অস্বীকার করলে তার সমস্ত হাত খরচ বন্ধ করে দেওয়ার ভয় দেখান সুকান্ত বাবু। যার কারণে সে বাধ্য হয়ে গিনিকে বিয়ে করে। রুপ জানায় তার বিভিন্ন ধরনের মেয়েদের সঙ্গে মেলামেশা করতে ভালো লাগে তাই সে প্রেম করে। প্রয়োজন ফুরিয়ে গেলে তাদের আবার ছেড়েও দেয়। এই কথা শুনে পায়ের তলা থেকে মাটি সরে যায় গিনির।
অন্যদিকে দেখা যায় গিনির শাশুড়ি ওরফে শালিনী দেবী তাকে জানায় রাতে একটি পার্টিতে রূপের সঙ্গে তাকে যেতে হবে। তবে সেখানে অনেকে অনেক কথা জিজ্ঞেস করলেও সে যেন কোনো কথার উত্তর না দেয় এবং তিনি গিনিকে সাবধান করে দেন যদি সে কোনো ভাবে মুখ খোলে তবে সেও খারাপ হয়ে যাবে। যা শুনে ভয় পায় গিনি। এরপরই মেকআপ দিয়ে গিনির গায়ের সমস্ত ক্ষত চিহ্ন ঢেকে তাকে সাজিয়ে দেন শালিনী দেবী।
দুর্ধর্ষ এপিসোড! গিনিকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে হানিমুন করলো রূপ
Icche Putul New Episode
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে গিনিকে ফুলের বুকে কিনে আনতে বলে রূপ। গিনি জানায় তার কাছে টাকা নেই রূপ নোংরা ইঙ্গিত করে তাকে বলে সে অন্যভাবেও টাকা আনতে পারে। রূপের কদাচিৎ রূপ যেন আরো ফুটে ওঠে গিনির সামনে। এরপর ফুলের বুকে কিনে ফেরার পথেই মেঘের সাথে ধাক্কা লাগে গিনির। মেঘকে দেখে খানিক থমকে যায় গিনি। মেঘ গিনিকে সরি বলে। কিন্তু গিনি মনে মনে ভাবে তাড়াতাড়ি তাকে এখান থেকে চলে যেতে হবে। এরপরই তাড়াহুড়ো করে মেঘের কাছ থেকে চলে আসে গিনি কিন্তু তার গিনির গলায় অজস্র ক্ষত চিহ্নের দাগ স্পষ্ট দেখতে পায় মেঘ। তবে কী মেঘ এইবার সবটা বুঝে যাবে? গিনি যে অত্যাচারিত হচ্ছে এই কথা কি মেঘ বুঝতে পেরে কোনোভাবে যোগাযোগ করবে গিনির সঙ্গে? কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি