Icche Putul: সত্যের মুখোমুখি নীল! গিনির করুণ দুর্দশা গাঙ্গুলী পরিবারের সামনে আনলো মেঘ, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
টিআরপি তালিকাতে পাকাপাকিভাবে জায়গা করে নিতে প্রতি পর্বেই থাকছে নয়া চমক।

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। গল্প যেদিকে মোড় নিচ্ছে তাতে দর্শক একটি এপিসোড ও মিস করতে চাইছেন না। টিআরপি তালিকাতে পাকাপাকিভাবে জায়গা করে নিতে প্রতি পর্বেই থাকছে নয়া চমক। আপাতত গল্প এগিয়ে চলেছে রূপ ও গিনির বিয়ে এবং মেঘ ও নীলে সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে।
Icche Putul Zee Bangla
ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকে সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বগুলিতে দেখা গিয়েছে, বিয়ের পরই গিনির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে রূপ। সে আবারও তার একই জীবনধারায় ফিরে গেছে। বিয়ের পরদিন থেকেই রূপের রাতে বাড়ি না ফেরা বা মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে চোটপাট করা সবটাই অবাক করে গিনিকে। এদিকে রূপ রাতে বাড়ি না ফিরলে শালিনী দেবী গিনিকে জানিয়ে দেয় সে যেন রূপের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করে এবং সে গিনিকে দোষী করে বলে আজ রূপের বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য সেই দায়ী। বৌভাতের দিন সকালে দেখা যায় মাতাল অবস্থায় বাড়িতে ফিরেই নিজের গিনিকে চিনতে পারেন রূপ এবং তার বাবাকে যাচ্ছেতাই কথা বলতে থাকে। ভাত কাপড়ের অনুষ্ঠানে গিনির হাতে ভাত কাপড়ের থালা না দিয়ে ইচ্ছা করে সে ফেলে দেয় মাটিতে। রূপের এই ব্যবহারে মনে মনে কষ্ট পাই গিনি। সে বুঝতে পারে মেঘের কথা না শুনে বড্ড বড় ভুল করেছে সে। গাঙ্গুলী বাড়িতে ফিরে যাওয়ার কথা ভাবলেও সেখানে গিয়ে সে তার বাবা-মাকে কি বলবে এই কথা ভেবে পায়না সে।
এদিকে রূপ গিনির সঙ্গে কথা বলতে তার ঘরে আসে কিন্তু গিনি তাকে কথা শোনালে সে ক্ষিপ্ত হয়ে যায় গিনির উপর। অন্যদিকে দেখা যায় ময়ূরী আর দেরি করতে চাইছে না কারণ মেঘ তাকে বলেই দিয়েছে রূপের আসল রূপ এইবার গিনি সকলের সামনে আনবে তখন সে কি করবে! মেঘের কথায় ভয় পায় ময়ূরী। সে কোনো ঝুঁকি না নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নীলকে নিজের করে নিতে চায়।
পুড়লো মেঘের কপাল! বেহুঁস অবস্থায় ময়ূরীকে কাছে টেনে নিল নীল, প্রকাশ্যে দূর্ধর্ষ পর্ব
Icche Putul New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব যেখানে দর্শকদের জন্য রয়েছে নয়া চমক। আসন্ন পর্বে দর্শক দেখতে পাবেন, রূপ গিনিকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে রেখেছে মাটিতে। মেঘ রূপের বাড়িতে পৌঁছায় এবং নীলের আশীর্বাদের দিনই তাকে রূপের বাড়িতে ডেকে পাঠায় মেঘ। ময়ূরী নীলকে জিজ্ঞাস করে আজ আশীর্বাদের দিন নীল কেন ময়ূরীকে রূপের বাড়িতে নিয়ে এলো? এরপরই মেঘ নীলের সামনে এসে বলে আজ আরো একবার প্রমাণিত হবে মেঘ কোনদিনও মিথ্যে কথা বলে না। এরপরই সে রূপের আসল রূপ দেখিয়ে দেয় নীলের সামনে। তবে কি এইবার ময়ূরীর খেলা শেষ? সত্যের মুখোমুখি হয়ে কী করবে নীল! আবারও কি এক হবে নীল ও মেঘের জীবন? কোন দিকে মোড় নেবে গল্প! জানতে চোখ রাখতে হবে টিভির পর্দায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি