বিনোদন দুনিয়াভিডিও

Icche Putul: সর্বনাশ! গিনিকে বাঁচাতে এসে চরম বিপদের মুখে মেঘ, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

গল্পের প্রতি পর্বে এখন থাকছে নিত্য নতুন চমক।

Advertisements

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় মেগার তালিকায় রয়েছে ইচ্ছে পুতুল (Icche Putul)। কয়েক মাসের মধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক। গল্পের প্রতি পর্বে এখন থাকছে নিত্য নতুন চমক। সেই কারনেই সোশ্যাল মিডিয়া থেকে বাড়ির ড্রয়িং রুম সর্বত্রই এই ধারাবাহিক নিয়ে আলোচনার ঝড় উঠছে।

Icche Putul Zee Bangla

Icche putul

Advertisements

ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে বৌভাতের অনুষ্ঠানের আগেই গিনিকে মিষ্টি মিষ্টি কথা বলে মানিয়ে নিয়েছে রূপ। এরপর রাতে বৌভাত অনুষ্ঠান শুরু হওয়ার সময় শালিনী দেবী গিনিকে আরও একবার সাবধান করে দেয় যাতে সে রূপের ব্যাপারে তার বাড়ির লোককে কিছু না বলে। রুপও গিনির সঙ্গে ভালো ব্যবহার করতে থাকে। এরপরই গানগুলি বাড়ির সকলের উপস্থিত হয় রিসেপশনের অনুষ্ঠানে। গিনির প্রতি রূপের ভালোবাসা দেখে সকলেই খুব খুশি হয় এমনকি মীনাক্ষী দেবী অত্যন্ত গর্বের সঙ্গে বলে তার মানুষ চিনতে ভুল হয়না। কিন্তু ঠিক এরপরই ফুলসজ্জার ঘরে রূপের অত্যাচারের শিকার হয় গিনি। মদ খেয়ে এসে গিনির সম্মতি ছাড়াই কার সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করে রূপ। গিনি তাকে বারবার মানা করলেও রূপ বলে গিনি তার বিয়ে করা বউ তাই যা খুশি করার লাইসেন্স তার আছে।

Icche Putul New Episode

Icche Putul

Advertisements

এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব, যেখানে দেখা যাবে, ফুলসজ্জার ঘরে মদ্যপ অবস্থায় টলতে টলতে ঢোকে রূপ। এই ঘটনার প্রতিবাদ করায় গিনির সম্মতি ছাড়াই তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় রূপ। শুধু তাই নয় গিনির গায়ে সে হাত পর্যন্ত তোলে। এরপর সকাল হতে গিনির আড়ালে তার গয়না চুরি করে সে। এই ঘটনা তার বাবাকে জানাতে গেলে গিনির হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে মাটিতে ফেলে দেয় যার ফলে ভেঙে যায় ফোনটি। রুপ বেড়ে যাওয়ার পর তার মাগিনীর ঘরে এলে শালিনী দেবীকে তার শরীরের ক্ষত চিহ্ন দেখায় গেলে জিজ্ঞেস করে সেসব কথা তার বাড়িতে জানিয়ে দেবে কিনা! গিনি বলে তাছাড়া আর কোনো উপায় নেই তার কাছে। সেই সময়ই শালিনী দেবী ফোন করে রূপকে সবটা জানায়। রুপও ক্ষেপে যায় গিনির উপর। এরপর গিনিকে হাতপা বেঁধে ঘরের মধ্যে ফেলে রেখে বেরিয়ে যায় রূপ। কি করবে বুঝে উঠতে না পেরে কোনোরকমে মেঘকে ফোন করে সবটা জানায় গিনি। গিনিকে বাঁচাতে মেঘ দরজা খোলার চেষ্টা করছে দেখলে তাকে মারার জন্য বন্ধুক তাক করে রূপ।

সত্যের মুখোমুখি নীল! গিনির করুণ দুর্দশা গাঙ্গুলী পরিবারের সামনে আনলো মেঘ, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

Icche Putul

তবে এমন কোনো ভিডিও চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়নি বরং ইউটিউবের একটি পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। আদৌ গিনিকে বাঁচাতে এসে মেঘ রূপের দ্বারা কোনো বিপদে পড়বে কিনা বা পড়লেও কীভাবে সেই পরিস্থিতি থেকে নিজেকে উদ্ধার করবে তা জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles