বিনোদন দুনিয়া

Icche Putul: নতুন টুইস্ট! এনগেজমেন্টের দিনেই সকলের সামনে ময়ূরীর পর্দা ফাঁস করল মেঘ, প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

কয়েক মাসের মধ্যেই দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকটি।

Advertisements

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় আছে ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’। কয়েক মাসের মধ্যেই দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকটি। ইদানিং ধারাবাহিকের প্রতিটি পর্বই জমজমাট হয়ে উঠেছে। আপাতত গল্প এগিয়ে চলেছে রূপ ও গিনির বিয়েকে কেন্দ্র করে।

Icche Putul Zee Bangla

Icche Putul: নতুন টুইস্ট! এনগেজমেন্টের দিনেই সকলের সামনে ময়ূরীর পর্দা ফাঁস করল মেঘ, প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, ফুলসজ্জার ঘরে রূপের দ্বারা চরম অত্যাচারের শিকার হয়েছে গিনি। তার গয়না ছিনিয়ে নেয় রূপ। রূপের মাকে পরের দিন সকালে গিনি সকল কথা জানালেও তার কথায় কোনরূপ কর্ণপাত করে না শালিনী দেবী। গিনি বুঝতে পারে নিজের জীবনের চরম সর্বনাশ সে নিজেই ডেকে এনেছে। কিন্তু কি করবে সে বুঝতে পারেনা। অন্যদিকে ময়ূরী ও নীলের বিয়ের জন্য মীনাক্ষী দেবী ইতিমধ্যে কথা বলে নিয়েছে মধুমিতা দেবীর ওরফে ময়ূরীর মায়ের সঙ্গে। এখন শুধু নীল ও মেঘের ডিভোর্স হওয়ার অপেক্ষা। ময়ূরী মীনাক্ষী দেবীকে জানিয়েছে সে চায় তার এনগেজমেন্ট ধুমধুম করে হোক। মীনাক্ষী দেবী তার এই আর্জি মেনে নিয়ে তাকে জানিয়েছে সে যা চায় তাই হবে।

গিনিকে মেরে আধমরা করে ফেলল রূপ! উদ্ধার করে হাসপাতালে ছুটলো মেঘ ও নীল, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

Icche Putul New Promo

Icche Putul

Advertisements

এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন একটি প্রোমো যেখানে দেখা যাচ্ছে নীল ও ময়ূরীর এনগেজমেন্টের দিনই ময়ূরীর পর্দা ফাঁস করছে মেঘ। ভিডিও ও ছবি সহ তার যাবতীয় কুকীর্তি সকলের সামনে এনে মেঘ জানায় আজ তার সব জারিজুরি শেষ। ময়ূরী তার সমস্ত কুকীর্তির প্রমান মেঘের হাতে দেখে ভয় পেয়ে যায়। তবে কি এইবার সত্যি এনগেজমেন্টের দিনই ময়ূরীর নীলকে পাওয়ার স্বপ্নভঙ্গ হবে? আবারও কি মেঘের সঙ্গে একই সুতোয় বাঁধা পড়বে নীলের জীবন! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles