Icche Putul: দুর্ধর্ষ প্রোমো! নীলের গায়ে ছোঁয়ানো হলুদ লাগল মেঘের গায়ে
প্রতি পর্বেই গল্প যেদিকে মোড় নিচ্ছে তাতে দর্শকের পরবর্তী পর্বের জন্য আগ্রহ আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে।

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’ ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। প্রতি পর্বেই গল্প যেদিকে মোড় নিচ্ছে তাতে দর্শকের পরবর্তী পর্বের জন্য আগ্রহ আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে। আপাতত গল্প আবর্তিত হচ্ছে রূপ ও গিনিকে কেন্দ্র করে।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে ফুলসজ্জার রাতেই রূপের দ্বারা চরম অত্যাচারের শিকার হয়েছে গিনি। তার সব গয়না একপ্রকার জোর করেই ছিনিয়ে নিয়েছে রূপ। সে বুঝতে পেরেছে নিজের জীবনে সে সর্বনাশ ডেকে এনেছে। কিন্তু সে এরপর কি করবে কাকে বলবে রূপের কথা কিছুই বুঝে উঠতে পারেনা। এদিকে রূপের আসল চেহারা সকলের সামনে আসার আগেই ময়ূরী ঠিক করে সে বিয়ে করবে নীলকে। মেঘ ও নীলের ডিভোর্সের পরের দিনই তাদের বিয়ে হবে এমন কথাই নীলের কাছ থেকে আদায় করে নিয়েছে সে। এদিকে ডিভোর্সের দিন যতই এগিয়ে আসছে ততই মেঘকে মিস করছে নীল। নীল মেঘে সারা জীবন তার বন্ধু হয়ে থেকে যাওয়ার অনুরোধও জানিয়েছে।
Icche Putul New Promo
এরই মাঝে প্রকাশ্যে এসছে ধারাবাহিকের নতুন প্রোমো। যেখানে দেখা যাচ্ছে নীল ও ময়ূরীর বিয়ের তোড়জোড় শুরু হয়েছে দুই বাড়িতেই এবং নীলের গায়ে লাগানো হলুদ পৌঁছে গিয়েছে ময়ূরীর বাড়িতে। এরপর মধুমিতা দেবী ও অন্যান্য সকলে আনন্দ করে নীলের গায়ে ছোঁয়ানো হলুদ ময়ূরীর গায়ে লাগাতে গেলে মিনির অসাবধানতার কারণে সেই হলুদ লেগে যায় মেঘের গায়ে। যা দেখে চমকে যায় ময়ূরী। তবে কি দ্বিতীয়বার মেঘের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসবে নীল? কোন দিকে মোড় নেবে গল্প! জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি