বিনোদন দুনিয়াভিডিও

Icche Putul: ঘুরে গেল গল্প! ময়ূরীকে বিয়ে করতে অস্বীকার করলো নীল, প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব

ত্রিকোণ প্রেমের গল্পকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে ধারাবাহিকের গল্প।

Advertisements

Icche Putul: বর্তমানে জি বাংলার (Icche Putul) পর্দায় সম্প্রচারিত একটি নবাগত ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল (Icche Putul)। মাত্র কিছুদিনের মধ্যেই দর্শকের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকটি। ত্রিকোণ প্রেমের গল্পকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে ধারাবাহিকের গল্প। মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে তিতিক্ষা দাস ও মৈনাক ব্যানার্জীকে এবং খলনায়িকার চরিত্রে অভিনয় করছে শ্বেতা মিশ্র।

Icche Putul: ঘুরে গেল গল্প! ময়ূরীকে বিয়ে করতে অস্বীকার করলো নীল, প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব

Advertisements

ধারাবাহিকের নিয়মিত দর্শকরা সকলেই জানেন নীলের কাছ থেকে বেরিয়ে এসে মেঘ নিজের জীবনকে গুছিয়ে নিয়েছে। পড়াশোনা ও গান বাজনার মধ্যেই নিজেকে নিমজ্জিত করেছে সে। সেই সূত্রে তার আলাপ হয়েছে জিষ্ণুর সঙ্গে। মেঘের খুব ভালো বন্ধু হয়ে ওঠে জিষ্ণু। কিন্তু প্রথম দিন থেকেই জিষ্ণুর সঙ্গে মেঘের সম্পর্ক নিয়ে সন্দেহ দানা বাঁধে নীলের মনে। বর্তমানে নীলের মনে আরো সন্দেহের বীজ বুনছে ময়ূরী।

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে মেঘ জিষ্ণুর সঙ্গে গান গেয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এমনকি তাদের গানের জুটিকে সকলেই খুব পছন্দ করছেন। তাই তাদের অ্যালবাম বের করার কথা বলেছে একটি নামি সংস্থা। কিন্তু মেঘের এই উন্নতি নাম জল কিছুতেই সহ্য করতে পারে না ময়ূরী, তাই মেঘের গায়ে কাদা ছিটানোর জন্য নোংরা চক্রান্ত করে সে। ময়ূরী তার এক সাংবাদিক বন্ধুর কাছে গিয়ে মেঘের সঙ্গে জিষ্ণুর নাম জড়িয়ে কিছু নোংরা কিছু কথা ছাপানোর জন্য বলে। ময়ূরীর কথামতো খবরের কাগজে মেঘ ও জিষ্ণুর সম্পর্কে কুরুচিকর মন্তব্য ছাপানো হয়। যদিও অনিন্দ্য বাবু একটি কথা ও বিশ্বাস করে না সে জানে মেঘ জিষ্ণুর শুধুমাত্রই বন্ধু। কিন্তু মধুমিতা দেবী অনিন্দ্য বাবু কে বলতে থাকে সে অনেক আগেই মেঘের সঙ্গে বিষ্ণুর মেলামেশা বন্ধ করতে বলেছিল। কিন্তু কেউ তার কথায় কর্ণপাত করেনি এমন সময় মেঘের বাড়িতে আসে জিষ্ণু। তাকে দেখে বেজায় চটে যান মধুমিতা দেবী।

Icche Putul Latest Episode

Icche Putul

ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে নীল খবরের কাগজ নিয়ে হাজির হয় মেঘেদের বাড়িতে। কিন্তু সেখানে এসে জিষ্ণুকে দেখেই তার উপর চড়াও হয় সে। এমনকি জিষ্ণুকে ঘুষি মারে নীল। মেঘ নীলের এই অসভ্য আচরণ মেনে নিতে না পেরে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে এবং জিষ্ণুকে নিয়ে উপরে চলে যায় তার সেবা করার জন্য। মেঘের এই আচরণে আবারো মনে মনে কষ্ট পায় নীল। অনিন্দ্য বাবু নীলকে শান্ত হতে বলে। নীল মেঘের কথায় বাড়ি থেকে বেরিয়ে যেতে গেলে তাকে আটকায় ময়ূরী। ময়ূরীকে নীল জানিয়ে দেয় জিষ্ণুর সঙ্গে যদি মেঘ মেলামেশা করে এবং জিষ্ণু যদি বারবার তার চোখের সামনে আসে তবে সে ময়ূরীর সঙ্গে নতুন জীবন শুরু করবে কিনা তা ভেবে দেখবে। নীলের এই ব্যবহার বেশ অবাক লাগে ময়ূরীর।

গল্পে নয়া মোড়! পুলিশের হাতে তুলে দেওয়ার আগেই রূপকে থাপ্পড় মারল গিনি 

অনিন্দ্যবাবু নীলকে জানায় তার কোনো অধিকার নেই মেঘের উপর জোরজবরদস্তি করার। এই সঙ্গে সে ময়ূরী কেউ সাবধান করে বলে যে সে যেন নীলের মনের কথাটা জেনে তারপরই তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়। এরপরই দেখা যায় মেঘেদের বাড়ি থেকে বেরিয়ে যায় নীল। কিছুক্ষন পর জিষ্ণুকেও বাড়ির বাইরে ছেড়ে দিয়ে আসে মেঘ। ময়ূরী মনে মনে ভাবে নীল যদি মেঘকে ভুলতে না পারে তবে নীলের একটি ভিডিও সে সবাইকে দেখিয়ে দেবে যেখানে নীল তাকে নেশার ঘোরে ভালোবাসার কথা জানিয়েছিল। তবে কি এইবার ময়ূরীর নোংরা চক্রান্তের শিকার হবে নীল! মেঘের সঙ্গে আদৌ কি জোড়া লাগবে তার সম্পর্ক নাকি ময়ূরী চক্রান্তে আবারো নীল সারা জীবনের মতো হারিয়ে ফেলবে মেঘকে! কোন দিকে মন নেবে ধারাবাহিকের গল্প জানতে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles