বিনোদন দুনিয়াভিডিও

Icche Putul: গল্পে নতুন টুইস্ট! ময়ূরীকে লগ্নভ্রষ্টা হওয়ার হাত থেকে বাঁচাতে জিষ্ণুর সঙ্গে বিয়ে দিল মেঘ, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে মোড় নিয়েছে তাতে আরো আগ্রহী হয়ে উঠছেন দর্শকবৃন্দ।

Advertisements

Icche Putul: বিনোদন দুনিয়ার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জি বাংলার ইচ্ছে পুতুল (Icche Putul)। সম্প্রচারের প্রথম দিকে ধারাবাহিকটি তীব্র ট্রোলের মুখে পড়লেও এখন সেসব অতীত। বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে মোড় নিয়েছে তাতে আরো আগ্রহী হয়ে উঠছেন দর্শকবৃন্দ। ইদানিং গল্প আবর্তিত হচ্ছে গিনির বিবাহিত জীবনকে কেন্দ্র করে।

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, বিয়ের পর থেকেই রূপের অত্যাচারে জর্জরিত হয়েছে গিনি। কাউকেই পাশে পাচ্ছে না সে। শালিনী দেবীও তাকে জানিয়ে দিয়েছে সে রূপের ব্যাপারে কোনো খারাপ কথা সে শুনবে না। গিনি বুঝতে পারছে চরম ভুল করেছে সে কিন্তু এখন অনেকটা দেরি হয়ে গেছে। নিত্যদিন রূপের দ্বারা মানসিক ও শারীরিক অত্যাচারের শিকার হচ্ছে সে। সব কিছুর সীমা পর করে গিনির গায়ে হাত তুলতেও পিছুপা হচ্ছে না রূপ। অন্যদিকে ময়ূরী চাইছে রূপের আসল চেহারাটা সকলের সামনে আসার আগেই নীলের সঙ্গে বিয়েটা সেরে ফেলতে তাই সে ঠিক করছে মেঘ ও নীলের ডিভোর্সের পরের দিনই সে বিয়ের পিঁড়িতে বসবে।

পুড়লো মেঘের কপাল! নীলের সন্তানের মা হতে চলেছে ময়ূরী, প্রকাশ্যে চাঞ্চল্যকর পর্ব

Advertisements

Icche Putul New Episode

এই সবের মাঝেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব, যেখানে দেখা যাবে গিনির কাছ থেকে সব সত্যিটা শুনে আবারও ময়ূরীকে বিয়ে করতে অস্বীকার করবে নীল। নীলের কাছ থেকে প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিতে গেলে মেঘ জিষ্ণুকে অনুরোধ করবে তার দিদিকে বিয়ে করে লগ্নভ্রষ্টা হওয়ায় হাত থেকে বাঁচাতে। মেঘের এই কাজে জিষ্ণুকে নিয়ে সংশয় দূর হবে নীলের মন থেকে। মীনাক্ষী দেবীও লজ্জিত বোধ করবেন। এরপর মধুমিতা দেবী মীনাক্ষী দেবীর উপর চড়াও হলে মীনাক্ষী দেবী জানিয়ে দেবে তার মেয়ে একজন ক্রিমিনাল। অন্যদিকে জিষ্ণু কথা দেবে মধুমিতা দেবী ও অনিন্দ্য বাবুকে যে সে ময়ূরীকে অনেক ভালো রাখবে। তবে কি শেষ পর্যন্ত জিষ্ণুর সঙ্গেই বিয়ে হয়ে যাবে ময়ূরীর? জিষ্ণুকে স্বামী হিসাবে গ্রহণ করবে কি সে? যদি এমন ভাবেই গল্পের মোড় ঘুরে যায় তবে কেমন লাগবে দর্শকদের?

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles