বিনোদন দুনিয়া

Icche Putul: মোড় ঘোরানোর পর্ব! মেঘ ও নীলের ডিভোর্সের কাগজ ছিঁড়ে ফেলে আবারও তাদের এক করলো মীনাক্ষী দেবী

প্রতি পর্বেই দর্শকদের জন্য থাকছে নিত্য নতুন চমক।

Advertisements

Icche Putul: জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’ ধারাবাহিকের জনপ্রিয়তা এখন তুঙ্গে। প্রতি পর্বেই দর্শকদের জন্য থাকছে নিত্য নতুন চমক। টিআরপি তালিকা হোক বা সোশ্যাল মিডিয়া সর্বত্রই এই ধারাবাহিকের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। বর্তমানে গল্প আবর্তিত হচ্ছে মেঘ ও নীলের সম্পর্কের টানাপোড়েন এবং গিনি ও রূপের বৈবাহিক সম্পর্ককে কেন্দ্র করে।

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বগুলিতে দেখা গিয়েছে কীভাবে রূপের দ্বারা শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হয়েছে গিনি। এমনকি গিনির বিয়ের সমস্ত গয়না রূপ ছিনিয়ে নিয়েছে তার কাছে থেকে। গিনি বুঝতে পেরেছে মেঘের বলা প্রতিটা কথা সত্যি। তার সামনে এখন সবটা দিনের আলোর মতই পরিষ্কার। এদিকে ময়ূরী মীনাক্ষী দেবীকে জানিয়ে দিয়েছে মেঘ ও নীলের ডিভোর্সের পরের দিনই সে নীলের সঙ্গে এনগেজমেন্ট করবে। তাতে সায় দিয়েছে মীনাক্ষী দেবী।আসলে সে এক মুহূর্তও নষ্ট করতে চাইছে না কারণ মেঘ তাকে বলেই দিয়েছে এইবার গিনি সবাইকে সব সত্যি বলবে।

Icche Putul New Episode

Icche Putul

Advertisements

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব যেখানে দেখা যাবে গিনির কাছ থেকে রূপের সব কথা শোনার পর মীনাক্ষী দেবী ডিভোর্স পেপার নিয়ে পৌঁছে গিয়েছে উকিলের অফিসে। সে গিয়ে মেঘ ও নিলে ডিভোর্স পেপার ছিঁড়ে উকিল বাবুকে জানিয়ে দেয় ডিভোর্সটা হবে না তবে তার যা পারিশ্রমিক সে পেয়ে যাবে। অন্যদিকে দেখা যায় ময়ূরী রূপের ব্যবহার নিয়ে অত্যন্ত চিন্তিত হয়ে থাকে। সে ভাবতে থাকে রূপকে এতবার বারণ করার পরেও সে কেন গিনির সঙ্গে এমন কাজ করলো! ময়ূরী মনে মনে ঠিক করে যদি রুপের জন্য তার ও নীলের বিয়েতে কোনরকম ব্যাঘাত ঘটে তবে সে রূপকে ছাড়বে না। আসলে মেঘ আবারও সকলের মন জয় করেছে সকলের।

দুর্ধর্ষ এপিসোড! গিনিকে উদ্ধার করতে এসেই চরম বিপদে পড়লো মেঘ

Icche Putul: মোড় ঘোরানোর পর্ব! মেঘ ও নীলের ডিভোর্সের কাগজ ছিঁড়ে ফেলে আবারও তাদের এক করলো মীনাক্ষী দেবী

এমনকি যে গিনি মিনি তাকে এতদিন সহ্য করতে পারতো না তারাও আজ মেঘের হয়েই কথা বলবে এই কথা কিছুতেই মেনে নিতে পারে না ময়ূরী। ইতিমধ্যে বিপদ বুঝেই গা ঢাকা দেয় রূপের মা ও রূপ। এদিকে রূপের বাড়ি থেকে বেরিয়ে ময়ূরী পৌঁছে যায় উকিলের অফিসে। সেখানে গিয়ে সে উকিলকে জানায় যাতে মেঘ ও নীলের ডিভোর্সের পেপারটা ঠিক সময়ে কোর্টে দাখিল করা হয়। কিন্তু উকিলের কাছ থেকে মীনাক্ষী দেবীর কথা শুনে চমকে যায় ময়ূরী। তবে কী নীলকে পাওয়ার আশা চিরতরে শেষ হলো ময়ূরীর! কী করবে এইবার সে! যদি এমন ভাবেই মীনাক্ষী দেবী নিজের হাতে ময়ূরীর নীলের জীবনে আসার সব পথ বন্ধ করে দেয় তবে কেমন লাগবে দর্শকদের!

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles