Icche Putul: ঘুরে গেল গল্প! আসল সত্যি জেনে ময়ূরীর সামনেই মেঘকে কাছে টেনে নিল নীল, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
বর্তমানে বেশ জমে উঠেছে ধারাবাহিকটি।

Icche Putul: জি বাংলার (Zee Bangla) বহুল চর্চিত একটি ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল (Icche Putul)। বর্তমানে বেশ জমে উঠেছে ধারাবাহিকটি। প্রতিটি পর্বে দর্শকদের মন জয় করতে নির্মাতা রাখছেন একের পর এক টুইস্ট।
Icche Putul
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট করা পর্বে দেখা গিয়েছে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পর থেকেই রূপ ও রূপের মায়ের আচরণে মনে সন্দেহ জন্মেছে গিনির। বিয়ের পর বাড়িতে আত্মীয়-স্বজন বা কারা-প্রতিবেশীকে না দেখতে পেয়ে হাজার প্রশ্ন মাথায় ঘুরছে গিনির। এদিকে রূপ বিয়ের পরদিন সকালেই বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে। রাতে গিনি বেশ কয়েকবার ফোন করলেও তার ফোন তোলে না এমনকি শালিনী দেবী জানায় গিনি যেন রূপের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করে। সন্দেহ সত্যি হয়ে ওঠে বৌভাতের দিন সকালে। ভাত কাপড় অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় বাড়িতে ফেরে রূপ। সকলের সামনে রূপ জানায় তার বাবা তাকে জোর করেছিল বলেই সে বিয়ে করেছে। ইতিমধ্যে পাড়া প্রতিবেশীর কথায় রূপের আসল চরিত্র জানতে পেরে গিয়েছে গিনি। সে যে ভালো ছেলে না এইবার গিনি স্পষ্ট বুঝতে পেরেছে সেটা।
Icche Putul New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকে আগামী পর্ব যেখানে দেখা যাবে, গিনি অষ্টমঙ্গলায় যাওয়ার জন্য রূপকে জোর করলেও সে যায়না। অগত্যা একা একাই গাঙ্গুলী বাড়িতে পৌঁছে যায় গিনি। বাড়ির সকলে তাকে দেখে চমকে গেলে সবাইকে রূপের ব্যাপারে সব সত্যি বলে দেয় গিনি। গিনি আরও বলে ময়ূরীদি সব জানা সত্বেও মিথ্যা কথা বলেছে। এরপরই নীল নিজের ভুল বুঝতে পেরে মেঘকে কাছে টেনে নিতে চায়। মেঘও ক্ষমা করে নীলকে। ময়ূরীর সামনেই মেঘকে নীল জড়িয়ে ধরলে তা মেনে নিতে পারেনা ময়ূরী। সে চিৎকার করে উঠলে নীল জানায় তার ছলচাতুরি সব ফাঁস করে দিয়েছে গিনি। সে যে রূপের এবং তার বাড়ির ব্যাপারে সমস্ত মিথ্যা কথা বলেছিল তা ইতিমধ্যেই তারা জানতে পেরেছে। তাই এইবার ময়ূরীর শাস্তি পাওয়ার পালা। যা শুনে ভয় পায় ময়ূরী। যদি এমন ভাবে গিনির দ্বারাই সবটা সামনে আসে এবং ময়ূরীর পর্দা ফাঁস হয়ে যায় বরাবরের মতো তবে কেমন লাগবে দর্শকদের?
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি