বিনোদন দুনিয়া

Icche Putul: কী সাংঘাতিক! মিনিকে একা পেয়ে জোর করে তার সর্বনাশ করল রূপ, প্রকাশ্যে ধারাবাহিকের দুর্ধর্ষ পর্ব

বেশ কিছুদিনের মধ্যেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছে দর্শকদের।

Advertisements

Icche Putul: বর্তমানে জি বাংলার পর্দায় সম্প্রচারিত নবাগত ধারাবাহিকগুলির মধ্যে ইচ্ছে পুতুল অন্যতম। ধারাবাহিকটি শুরুর দিকে কটাক্ষের শিকার হলেও বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে বাড়ির ড্রয়িং রুম সর্বত্রই চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে এই ধারাবাহিকটি। বেশ কিছুদিনের মধ্যেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছে দর্শকদের। আপাতত ধারাবাহিকের গল্প আবন্তিত হচ্ছে গিনি ও রুপের বিয়েকে কেন্দ্র করেই।

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে শেষ পর্যন্ত রূপের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে গিনির। গাঙ্গুলী বাড়ির সকলে এই বিয়েতে খুশি হলেও মন থেকে বিয়েটা মেনে নিতে পারেনা মিনি ও লাল। বিয়ের রাতে রূপের অসংলগ্ন আচরণ চোখে পড়েছিল দুজনেরই। কিন্তু বিয়ে ভেঙে যাওয়ার আশঙ্কায় কোন কিছুই বাড়ির লোককে জানিয়ে উঠতে পারে না তারা। অন্যদিকে দেখা যায় ময়ূরীকে গাঙ্গুলী বাড়ির বউ করতে উঠে পড়ে লেগেছে মীনাক্ষী দেবী। যত তাড়াতাড়ি সম্ভব মেঘ ও নিলে ডিভোর্স যাতে হয়ে যায় সেই ব্যবস্থাই করছে সে। নীল কিন্তু এখনও মনে মনে মেঘকেই ভালোবাসে। সুযোগ পেলেই রাগের বশবর্তী হয়ে মেঘকে অপমান করছে নীল। অবশ্য মেঘ তাতে বিশেষ পাত্তা দেয়না।

Icche Putul New Episode

Icche Putul

Advertisements

এরই মাঝে প্রকাশ্যে এসছে ধারাবাহিকের নয়া পর্ব যেখানে দেখা যাবে পরিবারের সকলের আশীর্বাদ নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় গিনি। গিনি শ্বশুরবাড়িতে আসার পর থেকেই মিনিকে তাদের বাড়িতে আনতে তৎপর হয়ে ওঠে রূপ। মিনিকে নিজের বাড়িতে আনতে নতুন ফন্দি আঁটে সে। গিনিকে জানায় আজ কালরাত্রি বলে সে তার সঙ্গে থাকতে পারবে না তাই সে যেন মিনিকে এই বাড়িতে ডেকে নেয়। রূপের কথা মতোই মিনিকে ফোন করে তার শ্বশুরবাড়িতে আসার জন্য জোরজার করে গিনি। মিনিও তার কথা ফেলতে না পেরে চলে আসে রূপের বাড়িতে। এরপর মিনিকে স্বাগতম জানিয়ে রুক গিনিকে বলে তাকে একটু মিষ্টিমুখ করাতে যিনি মিষ্টি আনতে চলে গেলে মিনিকে একা পেয়ে তাকে জড়িয়ে ধরে তার উপর ঝাঁপিয়ে পড়ে রূপ। মিনি চিচিয়ে সকলকে ডাকতে চাইলে তার মুখ চেপে ধরে রূপ।

‘এ কোথায় এসে পরলাম! বিয়ের পরেই শ্বশুরবাড়িতে অদ্ভুত কান্ডকারখানা দেখে চমকে গেল গিনি, প্রকাশ্যে টানটান পর্ব

Icche putul

তবে চ্যানেল কর্তৃপক্ষের তরফে এমন কোনো পর্ব এখনও প্রকাশ্যে আনা হয়নি। সোশ্যাল মিডিয়ার একটি ফ্যানপেজের তরফে ভিডিওটি আপলোড করা হয়েছে ইউটিউবে। আসলে সকল দর্শকই চাইছেন রুপ যে দুশ্চরিত্র তা এইভাবেই সামনে চলে আসুক গিনির। তবে আদৌ ধারাবাহিকের আগামী পর্বে এমন কোন ঘটনা ঘটবে কিনা তা জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles