Icche Putul: ফাঁস রূপের আসল চরিত্র! ফুলসজ্জা ফেলে বান্ধবীর সাথে হোটেলে রাত কাটালো রূপ, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
প্রতিটি পর্বে দর্শকদের জন্য নির্মাতা সাজিয়ে রেখেছেন একের পর এক টুইস্ট।

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। প্রতিটি পর্বে দর্শকদের জন্য নির্মাতা সাজিয়ে রেখেছেন একের পর এক টুইস্ট। আপাতত রূপ ও ময়ূরীর আসল রূপ কবে সকলের সামনে আসবে তার আশায় দিন গুনছেন দর্শকমহল
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে গিনির সঙ্গে রূপের বিয়ে সুসম্পন্ন হয়েছে। কিন্তু বিয়ের রাত্রেই মিনির চোখে রূপের আচরণে অসংলগ্নতা ধরা পড়েছে। রুপ যে মদ খেয়ে অসভ্যতা করছে তা স্পষ্ট বুঝতে পারে লাল ও মিনি। কিন্তু বাড়ির কাউকেই রূপের এই কথা তারা জানায় না। এদিকে গিনির বিদায়ের পরেই মীনাক্ষী দেবী নীলকে জানায় যত তাড়াতাড়ি সম্ভব সে ময়ূরীকে বাড়ির বউ করে আনতে চায়। অন্যদিকে ইউনিভার্সিটিতে গিয়ে নীল আবারও মেঘের সঙ্গে ঝগড়া করে জিষ্ণুকে নিয়ে। সে মেঘের নামে নোংরা মন্তব্য করতে থাকে। অবশ্য মেঘ তাতে বিশেষ পাত্তা না দিয়ে নীলকে সাফ জানিয়ে দেয় এইবার গিনির থেকে রূপের আসল চরিত্র তাদের জানার পালা। সে আরো বলে গিনি নিজে যখন তার দুঃখের কথা বলবে তখন আর কিছু করার থাকবে না। মেঘের বলা কথাগুলো ভাবাতে থাকে নীলকে।
Icche Putul New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নয়া পর্ব, যেখানে দেখা যাবে, ফুলসজ্জার দিন রূপ তার গার্লফ্রেন্ডকে ফোন করে বলে সে তার সঙ্গে হোটেলে যেতে চায়। রূপের ফুলসজ্জা বলে তার গার্লফ্রেন্ড বাধা দিলে সে জানায় বোরিং গিনির সঙ্গে ফুলসজ্জা করার থেকে তার সঙ্গে হাত ধরে ঘুরে বেড়ানো তার কাছে অনেক শান্তির। রূপের সমস্ত কথা আড়াল থেকে শুনে ফেলে গিনি। গিনি তার কথা শুনে ফেলেছে এটা বুঝতে পারলে রূপ বলে জেনেই যখন গেছো তখন আমি যাচ্ছি বাবা মাকে জানানোর কোনো দরকার নেই। গিনি বলে রূপ বেরোলে সে আত্মহত্যা করবে। কিন্তু গিনিকে পরোয়া করেনা রূপ। তবে এইবার কি করবে গিনি? বাড়িতে সবটা জানাবে নাকি রূপের এই জীবনটাকেই মেনে নিয়ে তিলে তিলে কষ্ট পাবে! কোন দিকে ঘুরবে ধারাবাহিকের গল্প!
ফের কেটে গেল তার! দত্ত বাড়িতে পা রাখতেই ঈসাকে উচিত শিক্ষা দিল পর্ণা, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
তবে চ্যানেল কর্তৃপক্ষের তরফে এমন কোনো পর্ব প্রকাশ্যে আনা হয়নি। সোশ্যাল মিডিয়ার ফ্যান পেজের তরফে ভিডিওটি আপলোড করা হয়েছে ইউটিউবে। আসলে সকল দর্শক চাইছেন রূপের আসল চরিত্র এইভাবে গিনির সামনে প্রকাশ পাক এবং সে বুঝুক যাকে সে বিশ্বাস করেছে সেই তার পিছনে ছুরি মেরেছে। তবে আদৌ কবে রূপের আসল চরিত্র গিনির সামনে ফাঁস হবে তা জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি