বিনোদন দুনিয়া

Icche Putul: শ্বশুর বাড়িতে নতুন চমক! বিয়ের পরের দিনই গিনিকে নিজের জায়গা বুঝিয়ে দিল রূপের মা, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

প্রতিটি পর্বেই থাকছে নতুন চমক।

Advertisements

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। প্রতিটি পর্বেই থাকছে নতুন চমক। আপাতত গল্প যেদিকে মোড় নিয়েছে তাতে দর্শকদের মনে এই ধারাবাহিকের প্রতি আগ্রহ দ্বিগুণ বেড়ে গিয়েছে।

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, শশুরবাড়িতে চলে গিয়েছে গিনি। কিন্তু তারপর থেকেই রূপের সব কিছুতে দায়সারা ভাব লক্ষ করেছে সে। ইতিমধ্যে রূপকে শায়েস্তা করতে গিনির সঙ্গে কথা বলে রূপের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেয় সুকান্ত বাবু। সে জানায় রূপকে সে আর কোনো হাত খরচ দেবে না বরং কোম্পানির একজন কর্মচারী হিসেবে রূপ যা কাজ করবে সেই হিসেবেই পারিশ্রমিক পাবে। যা শুনে বেজায় চটে রূপ এবং সে তার বাবাকে জানিয়ে দেয় হাত খরচ না পেলে সে গিনিকে কোনোমতেই তার স্ত্রী হিসেবে মানবে না। অন্যদিকে ময়ূরীও মরিয়া হয়ে উঠেছে নীলকে বিয়ে করতে।

যত তাড়াতাড়ি সম্ভব সে বিয়ে করতে চাইছে নীলকে। এদিকে মেঘ ও জিষ্ণুর বন্ধুত্বও গাঢ় হচ্ছে দিন দিন। শেষ পর্বে দেখা গিয়েছে গানের রেওয়াজ করতে জিষ্ণুকে নিজের বাড়িতে নিয়ে এসেছে মেঘ। অনিন্দ্যবাবুর এতে আপত্তি না থাকলেও মেঘের মা এসে রাগারাগি শুরু করে এই নিয়ে।

Advertisements

গল্পে নয়া টুইস্ট! গিনির সামনে রূপের আসল চরিত্র ফাঁস করলো তার বাবা, প্রকাশ্যে ধামাকাধার পর্ব

Icche Putul New Episode

Icche Putul

এরই মাঝে প্রকাশ্যে এসছে ধারাবাহিকের আগামী পর্ব যেখানে দেখা যাবে, অনেক রাত অবধি বাড়ি না ফেরায় রূপকে বারবার ফোন করতে থাকে গিনি, কিন্তু গিনির ফোন কিছুতেই রিসিভ করেনা সে। সেই সময়ই তার ঘরে খাবার পৌছে দেয় রূপের বাড়ির কাজের লোক এবং সেই সঙ্গে তার মা শালিনী দেবী এসে বলে সে যেন খাবারটা খেয়ে নেয় এবং রূপ কোথায় গেছে তা যেন জানতে না চায়। সে আরও জানায় এই বাড়িতে কারোর ব্যক্তিগত জীবনে কেউ হস্তক্ষেপ করে না তাই সেও যেন না করে। এমনকি রূপ বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্যও সে গিনিকেই দায়ী করে। এদিকে বাড়ি থেকে গিনির খবর নিতে ফোন করে তার মা। সে বুঝতে পারে গিনির কিছু হয়েছে কিন্তু গিনি কিছু না বলেই ফোনটা কেটে দেয়। শালিনীর কথায় মনে মনে কষ্ট পায় গিনি কিন্তু বুঝতে পারে না সে কি করবে! তবে কি এইবার রূপ এবং তার মায়ের এই অসংলগ্ন আচরণের কথা গাঙ্গুলীবাড়ির সকলকে জানিয়ে দেবে গিনি? সকলের সামনে কি রূপ ও ময়ূরীর আসল রূপ ধরা পড়বে? যদি এমনটা হয় তবে কেমন লাগবে দর্শকদের?

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles