Icche Putul: ‘এটা কী হয়ে গেল’! রূপের কাণ্ড দেখে কান্নায় ভেঙে পড়ল গিনির বাবা- মা, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
প্রতি পর্বে একের পর এক চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য।

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিক নিয়ে মানুষের মনে কৌতূহলের শেষ নেই। যত সময় এগোচ্ছে ততই সকলের মনে জায়গা করে নিচ্ছে এই ধারাবাহিক। প্রতি পর্বে একের পর এক চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। নিত্য দর্শকরা সকলেই জানেন ইতিমধ্যে রূপের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে গিনি। মেঘের বারণ সত্বেও এক প্রকার জেদ করেই রূপকে বিয়ে করেছে সে।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে বিয়ের পর থেকেই গিনির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে রূপ। বিয়ের পরদিনই নতুন বউকে ঘরে রেখে নিজের বান্ধবীর সঙ্গে রাত্রিযাপন করছে রূপ। এদিকে গিনি তাকে ফোন করলেও ফোন ধরে না সে। উপরন্তু তার রূপের মা জানিয়ে দেয় সে যেন রূপের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করে। এদিকে বৌভাতের দিন সকালে ভাত কাপড়ের অনুষ্ঠানে আসতে দেরি করে রূপ। মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে সকলের সামনে সে জানিয়ে দেয় গিনিকে সে তার বাবার কথায় বিয়ে করতে রাজি হয়েছে নচেৎ সে কোনদিনই তাকে বিয়ে করত না। এমনকি ভাত কাপড়ের থালা তুলে দিতে গিয়ে গিনির হাত থেকে সেই থালা পরে ফেলে সকলের সামনেই তাকে অপমান করে রূপ। গিনি কষ্টে ভেঙে পড়ে কি করবে কিছু বুঝতে পারে না। মাত্র দুদিনেই সে বুঝে গেছে রূপের ব্যাপারে ময়ূরীর বলা প্রতিটি কথাই মিথ্যা, বরং মেঘ সব সত্যি কথা বলেছিল।
Icche Putul New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন পর্ব, যেখানে দেখা যাবে বৌভাতের দিন গাঙ্গুলী বাড়ির সকলেই উপস্থিত হয়েছে সান্যাল বাড়িতে। রুপ ও গিনির ফুলসজ্জার ঘরও খুব সুন্দর করে সাজানো হয়েছে। এদিকে আবারও মদ খেয়ে মাতাল হয়ে ফুলসজ্জার ঘরে আসে রূপ। গিনি তার সঙ্গে ফুলসজ্জা করতে অস্বীকার করলে তার গলায় একটি ছুরি ধরে রূপ। এমন সময় গিনির সঙ্গে তার বাবা-মা দেখা করতে এলে এমন দৃশ্য দেখে চমকে যায় তারা। গিনির বাবা তার নাম ধরে ডেকে উঠলে চমকে যায় গিনি ও রূপ উভয়েই। গিনির মা তাকে বলে সে ভালোবাসে রূপকে বিয়ে করতে চেয়েছিল বলেই তারা বিয়েতে রাজি হয়েছিল।
তবে চ্যানেল কর্তৃপক্ষের তরফে এমন কোন ভিডিও প্রকাশ্যে আনা হয়নি বরং ইউটিউবের একটি পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। ইচ্ছে পুতুলের সকল দর্শক চাইছেন খুব শীঘ্রই যাতে রূপের আসল পর্দা ফাঁস হয় এবং ময়ূরীর চক্রান্ত সকলের সামনে আসে। তবে এখন দর্শকের ইচ্ছা নির্মাতা পূরণ করেন কিনা তা জানতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি