Icche Putul: গল্পে অবিশ্বাস্য চমক! গিনির থেকে আসল সত্যি জেনে ময়ূরীর গালে থাপ্পর মারলো মীনাক্ষী দেবী, প্রকাশ্যে দূর্ধর্ষ পর্ব
টিআরপি তালিকাতে ভালো ফলাফল করতে না পারলেও দর্শকের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।

Icche Putul: কয়েক মাসের মধ্যেই জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় জায়গা করে নিয়েছে ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’। গল্পের ধামাকাদার প্রতিটি পর্ব দর্শকের মন ছুঁয়ে যাচ্ছে। টিআরপি তালিকাতে ভালো ফলাফল করতে না পারলেও দর্শকের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। নিত্য দর্শকরা সকলেই জানেন ইতিমধ্যেই বিয়ে করে সান্যাল বাড়িতে পৌঁছে গিয়েছে গাঙ্গুলী বাড়ির কন্যা গিনি। কারোর কথা না শুনে একপ্রকার জেদ করেই রূপকে বিয়ে করেছে সে।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বগুলিতে দেখা গিয়েছে রূপের আসল রূপ দেখার পর কান্নায় ভেঙে পড়েছে গিনি। সে বুঝতে পেরেছে রূপের আসল চরিত্র। রুপ যে কতটা লম্পট দুশ্চরিত্র তা বিয়ের মাত্র দুদিনেই গিনির চোখে ধরা পড়েছে। কিন্তু এরপরেও রূপ গিনিকে মানাতে এলে রূপের মিষ্টি মিষ্টি কথায় গলে গিয়ে তাকে ক্ষমা করে দিয়ে ভাবে নিজের বাড়ির লোককে সে রূপের ব্যাপারে কিছুই বলবে না। অন্যদিকে মীনাক্ষী দেবী মৌমিতা দেবী ওরফে ময়ূরীর মাকে এসে নীল ও ময়ূরীর বিয়ের কথা বলে। ময়ূরী জানায় তার ইচ্ছা যে তার এনগেজমেন্ট যেন ধুমধাম করে হয়। মীনাক্ষী দেবী বলে ময়ূরীর যখন ইচ্ছা হয়েছে এমনটাই হবে কিন্তু মন থেকে এই বিয়ে মেনে নিতে পারেন না মৌমিতা দেবী।
Icche Putul New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব যেখানে দেখা যাবে, গিনিকে কথা দেওয়ার পরও মদ খায় রূপ এবং তার মাতলামো এতটাই বাড়তে থাকে যে বৌভাতের দিন গাঙ্গুলী বাড়ির সকলের সামনে নিজেকে আটকে রাখতে পারেনা রূপ। এরপর গিনি সকল কথা সবাইকে জানালে অবাক হয়ে যায় সকলে। ঠাম্মি মীনাক্ষী দেবীকে জানায় তার নাতবৌমা কোনো মিথ্যে কথা বলেনি। গিনির এই অবস্থার জন্য ময়ূরীকে দায়ী করে তাকে সকলের সামনেই থাপ্পড় মারে মীনাক্ষী দেবী।
‘আর সহ্য করবো না’! পরাগ ও পলাশকে উচিত শিক্ষা দিল শিমুল, প্রকাশ্যে দূর্ধর্ষ পর্ব
তবে চ্যানেল কর্তৃপক্ষের তরফে এমন কোন ভিডিও প্রকাশ্যে আনা হয়নি বরং ইউটিউবার একটি পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। আসলে সকল দর্শকই চাইছেন সব সত্য সকলের সামনে চলে আসার পর মীনাক্ষী দেবীর হাতে ময়ূরী এমনভাবেই চড় খাক। যদি সত্যিই এমনটা হয় তবে কেমন লাগবে দর্শকদের?
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি