বিনোদন দুনিয়াভাইরাল

Icche Putul: জঘন্যতম নায়ক! মেঘের সামনেই ময়ূরীর সঙ্গে বেহায়াপনা নীলের, কটাক্ষ নেটদুনিয়ায়

ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে আবর্তিত হচ্ছে এই ধারাবাহিক।

Advertisements

Icche Putul: বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় নিজের জায়গা করে নিয়েছে ইচ্ছে পুতুল।যেখানে টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে না পারলে বন্ধ হচ্ছে একের পর এক ধারাবাহিক সেখানে এই ধারাবাহিক টিআরপি তালিকায় না থেকেও জায়গা করে নিয়েছে দর্শকের মনে। সকলেই জানেন, ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে আবর্তিত হচ্ছে এই ধারাবাহিক।বর্তমানে গল্পে চলছে টানটান উত্তেজনা।

Icche Putul

Icche Putul

Advertisements

কিছুদিনের আগের টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, নিজের প্রাণ বাঁচাতে মেঘের চাপে নীলের কাছে নিজের সব দোষ স্বীকার করে ময়ূরী। এরপর নীল ক্ষমাও চায় মেঘের কাছে ফিরে যেতে বলে তার কাছে। এই দৃশ্য দেখে বেজায় খুশি হয়েছিলেন দর্শক। তবে এরপরই গল্প মোড় নেয় অন্যদিকে। সুস্থ হয়ে ওঠে ফের মেঘের বিরুদ্ধে চক্রান্ত করতে থাকে ময়ূরী। নিজের মা এবং গোটা গাঙ্গুলী পরিবারসহ নীলকে আবারো মেঘের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলে সে। ময়ূরী জানায়, মেঘের কথায় বাধ্য হয়ে সে নীলকে মিথ্যা কথা বলেছে। আবারও একবার মেঘকে সকলের সামনে দোষী প্রমাণিত করে জিতে যায় ময়ূরী।

বদলে গেল মেঘ! নতুন রূপে পুরুষ ভক্তদের ঘুম উড়াল নীলের বউ, ভাইরাল ভিডিও

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

এরপরই নীল মেঘকে জানায় সে তাকে ডিভোর্স দিয়ে ময়ূরীকে বিয়ে করতে চায়। মনে মনে কষ্ট পেলেও নিজেকে সামলে নিয়ে মেঘ বলে সে দাঁড়িয়ে থেকে তাদের দুজনের বিয়ে দেবে। এরপরই দেখা যায় মেঘকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার সামনে দিয়ে ময়ূরীকে নিয়ে শপিং-এ যায় নীল। ধারাবাহিকের এই দৃশ্যের টেলিকাস্টের পরেই নীলের উপর বেজায় চটে যায় দর্শক। অনেকে আবার স্টার জলসার অনুরাগের ছোঁয়ার সূর্যর সঙ্গে নীলের তুলনা টেনে বলে সে সূর্যর থেকেও বেশি বেহায়া। তবে আপাতত সকল দর্শকই রূপ ও ময়ূরীর সকল সত্য সবার সামনে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সকলেই চাইছে নীল ও মেঘের মধ্যে ভুল বোঝাবুঝি মেটে আবারো এক হোক তারা। আগামী পর্বগুলিতে গল্প কোন দিকে মোড় নেবে তা জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles