বিনোদন দুনিয়াভিডিও

Icche Putul: ঘুরে গেল গল্প! রূপের সঙ্গে ময়ূরীকেও গ্রেফতারের আর্জি জানালেন মীনাক্ষী দেবী, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

সম্প্রচারের প্রথম দিকে ধারাবাহিকটিকে কটাক্ষের শিকার হতে হলেও বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে বাড়ির ড্রয়িং রুম পর্যন্ত এই ধারাবাহিকের জনপ্রিয়তা চোখে পড়ার মতো

Advertisements

Icche Putul: বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’। সম্প্রচারের প্রথম দিকে ধারাবাহিকটিকে কটাক্ষের শিকার হতে হলেও বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে বাড়ির ড্রয়িং রুম পর্যন্ত এই ধারাবাহিকের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। নিত্য দর্শকরা সকলেই জানেন গিনির সঙ্গে রূপের বিয়ে হওয়ার পরই গল্প মোড় নিয়েছে অন্যদিকে।

Icche Putul Zee Bangla

Advertisements

ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে ফুলসজ্জার ঘরে রূপের দ্বারা চরম অত্যাচারের শিকার হয়েছে গিনি। গিনির সম্মতি ছাড়াই তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে রূপ। এমনকি নিজের হাত খরচার জন্য সে গিনির কাছ থেকে তার সমস্ত গয়না ছিনিয়ে নিয়েছে। গিনি সকল কথা তার বাড়িতে জানানোর আগেই তার ফোন ভেঙে দু-টুকরো করে দিয়েছে রূপ। দিনের পর দিন তার অত্যাচারের মাত্রা আরও বাড়তে থাকে। গিনি তার কথার প্রতিবাদ করলে তাকে হাতপা বেঁধে মাটিতে ফেলে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় রূপ। কোনো রকমে নিজের ফোন হাতে নিয়ে কাকে সব কথা জানাবে বুঝে উঠতে না পেরে শেষ পর্যন্ত সে মেঘকে ফোন করে সবটা জানিয়ে দেয়।

দুর্ধর্ষ এপিসোড! গিনিকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে হানিমুন করলো রূপ

Icche Putul New Episode

Icche Putul

Advertisements

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব, যেখানে দেখা যাবে গিনিকে উদ্ধার করতে সান্যাল বাড়িতে পৌঁছে গেছে মেঘ। কিছুতেই সে গিনির ঘরের দরজা খুলতে না পারলে শেষ পর্যন্ত সে নীলকে ফোন করে ডেকে পাঠায় রুপেদের বাড়িতে। রূপের বাড়ি এসে গিনিকে উদ্ধার করে মেঘ ও নীল। তারপরেই সেখানে উপস্থিত হয় গাঙ্গুলী বাড়ির সকল সদস্য। রুপ গিনির এই অবস্থা করেছে দেখে ভয় পেয়ে যায় ময়ূরী। সে বুঝতে পারে বিপদ আসন্ন।

Icche Putul: ঘুরে গেল গল্প! রূপের সঙ্গে ময়ূরীকেও গ্রেফতারের আর্জি জানালেন মীনাক্ষী দেবী, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

সকলে রূপকে পুলিশে দেবে ঠিক করে। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয়ে মীনাক্ষী দেবী পুলিশকে জানিয়ে দেন শুধু রূপ নয় ময়ূরীকেও যেন অ্যারেস্ট করে তারা। নীলের মায়ের মুখে এমন কথা শুনে ঘাবড়ে যায় ময়ূরী। তার কোনো কথাতেই আজ আর চিরে ভেজে না মীনাক্ষী দেবীর। সে বলে একসঙ্গে চার চারটে জীবন নষ্ট করেছে ময়ূরী তাই সে ক্ষমার অযোগ্য। সেই সময়ই মধুমিতা দেবী মীনাক্ষী দেবীর বিরুদ্ধে অভিযোগ এনে জানান তার যখন যাকে মন চাইবে সে তখন তাকে আপন করে নেবে এমনটা ঠিক নয়। কিন্তু মধুমিতা দেবীকে থামিয়ে অনিন্দ্য বাবু বলেন আজ যেন সে তার মেয়েকে প্রশ্রয় না দেয় বরং সংশোধনাগারে গিয়ে ময়ূরী যদি ঠিক হয়ে যায় তবে সেটা যেন সে মেনে নেয়। তবে কি এইবার রূপের সঙ্গে ময়ূরীও সংশোধনাগারে যাবে? নীলকে বিয়ের সাধ কি তার অধরাই থেকে যাবে? কোন দিকে মোড় নিতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বগুলি জানতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় ইচ্ছে পুতুল (Icche Putul)।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles