Icche Putul: গল্পে নয়া মোড়! নীলকে হারিয়ে কঠিন সিদ্ধান্ত নিল ময়ূরী, প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব
গল্পের প্রতি পর্বেই থাকছে নিত্য নতুন চমক। যার কারণে আরও বেশি কৌতূহলী হয়ে উঠছেন সকলে।

Icche Putul: যত সময় অতিবাহিত হচ্ছে ততই দর্শকের মন জয় করে নিচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’ ধারাবাহিকটি। গল্পের প্রতি পর্বেই থাকছে নিত্য নতুন চমক। যার কারণে আরও বেশি কৌতূহলী হয়ে উঠছেন সকলে। টিআরপি তালিকায় এই ধারাবাহিক তেমন ভালো ফল করতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় সর্বদা চর্চায় থাকে এই ধারাবাহিক।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে, মেঘের সাফল্যে খুশি হয়ে তাকে একটি ফুলের তোরা গিফট করতে জিষ্ণু মেঘকে নিয়ে একটি ফুলের দোকানে যায়। সেখানেই গিনির সঙ্গে আচমকাই ধাক্কা লাগে মেঘের। রূপের সঙ্গে পার্টিতে যাওয়ার জন্য একটি ফুলের বুকে কিনতে আসে গিনি। মেঘ গিনির গলায় অজস্র ক্ষতচিহ্ন দেখতে পায়। গিনির হাতের ব্যথার কথা সে নিজেই বলে। এছাড়াও মেকআপ দিয়ে যে গিনি নিজের ক্ষত লোকানোর চেষ্টা করেছে কোনোটাই নজর এড়ায়না মেঘের। গিনি মেঘকে প্রথমবার তার গান ও পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করে। গিনির আচরণে সন্দেহ হয় মেঘের। সে বুঝতে পারে বিয়ের কিছুদিনের মধ্যেই রূপ তার আসল চেহারা দেখাতে শুরু করে দিয়েছে। গিনির কথা ভেবে খারাপ লাগে মেঘের।
Icche Putul New Episode
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব, যেখানে দেখা যাবে গিনির উপর রূপের অত্যাচার এতটাই বেড়ে যায় যে সে গিনিকে ঘরে হাত-পা বেঁধে ফেলে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যায়। গিনি কোনরকমে নিজের ফোন থেকে খবর দেয় মেঘকে। মেঘ গিনিকে উদ্ধার করতে সান্যাল বাড়িতে এলেও রূপের মা তাকে কিছুতেই বাড়ির ভিতরে ঢুকতে দেয়না। এক প্রকার জোর করেই বাড়ির ভিতর ঢুকে গিনিকে খুঁজতে থাকে মেঘ। কিন্তু সে নিজেও খুঁজে না পেলে ফোন করে নীলকে। নীল ময়ূরীকে সঙ্গে নিয়েই পৌঁছে যায় রূপের বাড়িতে। সেখানে গিয়েই গিনিকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনে তারা।
এদিকে ময়ূরী ও নীলের আশীর্বাদের দিন গিনি ও মেয়েকে একসঙ্গে দেখে চমকে যায় গাঙ্গুলী বাড়ির সকল সদস্য। তারা ভাবতে থাকে মেঘ বোধয় আবার কিছু ঘটিয়েছে। কিন্তু গিনি চিৎকার করে আশীর্বাদের অনুষ্ঠান বন্ধ করতে বলে বাড়ির সবাইকে সব সত্যিটা জানিয়ে দেয়। গিনি জানায়, ময়ূরী নীলের বৌ হওয়ায় জন্যই মেঘের নামে মিথ্যা বদনাম দিয়ে তাকে বাড়িছাড়া করেছিল।আর রূপের ব্যাপারে ময়ূরীর বলা প্রতিটি কথাই মিথ্যা বরং মেঘ তাকে যা বলেছিল সবটাই সত্যি। গিনির থেকে সকল সত্যি জানার পর অবাক হয় গাঙ্গুলী পরিবারের সকলে এবং ময়ূরীর সঙ্গে আশীর্বাদের অনুষ্ঠান বাতিল করে নীল। রাগে ক্ষোভে গাঙ্গুলী বাড়ি থেকে বেরিয়ে যায় ময়ূরী কিন্তু মনে মনে সে ঠিক করে এইবার সে মেঘকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেবে। নাহলে কোনোদিনই সে নীলকে নিজের করে পাবেনা।
ধুন্ধুমার এপিসোড! গিনির থেকে সবটা শুনে রূপকে বেধড়ক মার দিল নীল
যদিও চ্যানেল কর্তৃপক্ষের তরফে এমন কোনো ভিডিও প্রকাশ্যে আনা হয়নি। বরং সোশ্যাল মিডিয়ার ফ্যান পেজের তরফে ভিডিওটি আপলোড করা হয়েছে ইউটিউবে। সকলের সামনে ময়ূরীর পর্দা ফাঁস হওয়ার পর সত্যিই কী নিজের বোনকে শেষ করে দেবে সে? কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের আগামী পর্বগুলি জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি